সংক্ষিপ্ত

India vs England: আইপিএল ২০২৫-এর (IPL 2025) পর ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। এই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। বিরাট কোহলি ইংল্যান্ড সফরে যাবেন। তবে রোহিত শর্মা সম্ভবত যাচ্ছেন না।

India tour of England, 2025: অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতেই (Border-Gavaskar Trophy) কি ভারতীয় দলের হয়ে শেষবার টেস্ট ক্রিকেট খেলে ফেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)? বিসিসিআই (BCCI) সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। আইপিএল ২০২৫ (IPL 2025) শেষ হওয়ার পর জুনে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু অধিনায়ক রোহিত ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাচ্ছেন না। ইংল্যান্ড সফরের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণে খেলা শুরু করছে ভারতীয় দল। কিন্তু এই গুরুত্বপূর্ণ সিরিজেই থাকছেন না রোহিত। তিনি ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও সরে যেতে পারেন এই তারকা ব্যাটার। তাঁকে নিয়ে এখন নতুন জল্পনা চলছে।

ইংল্যান্ড সফরে যাবেন বিরাট কোহলি

ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে রোহিত না গেলেও, অপর এক তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) দলে থাকছেন। রোহিতের মতোই অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। তবে তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট। এই কারণেই তিনি জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে পারছেন। তবে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত?

রোহিতের টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে জল্পনা শুরু হলেও, এই তারকা ব্যাটার অবশ্য দাবি করেছেন, তিনি এখনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। রোহিতের কথায়, ‘এটা অবসরের সিদ্ধান্ত নয়। আমি এই খেলা থেকে সরে যাচ্ছি না। তবে আমি ব্যাট হাতে রান করতে পারছি না। এই কারণে খেলা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন থেকে ২ মাস বা ৫ মাস পরে রান করব, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। আমি অনেকদিন ধরে ক্রিকেট খেলা দেখছি। প্রতি মিনিট, প্রতি মুহূর্ত, প্রতিদিন জীবন বদলে যাচ্ছে। আমি বিশ্বাস করি, পরিস্থিতি বদলে যাবে। তবে একই সময়ে আমাকে বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে। যাঁরা ধারাভাষ্য দিচ্ছেন, যাঁরা হাতে ল্যাপটপ নিয়ে লিখছেন, তাঁরা আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।