India vs England Test Series: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ভালো ফল হয়নি। ফলে এবার ইংল্যান্ড সফর (England Tour) গম্ভীরের কাছে বড় পরীক্ষা।

Gautam Gambhir joined Team India: মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে এসেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ (India vs England Test Series) শুরু হওয়ার আগেই লিডসে (Leeds) ভারতীয় দলে যোগ দিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। গম্ভীর দেশে ফিরে আসায় কয়েকদিন সাপোর্ট স্টাফরাই অনুশীলনের দায়িত্ব নিয়েছিলেন। ভারতীয় এ দলের সঙ্গে সিনিয়র দলের তিনদিনের প্রস্তুতি ম্যাচেও থাকতে পারেননি প্রধান কোচ। বুধবার হেডিংলিতে (Headingley) অনুশীলনে যোগ দিলেন গম্ভীর। তিনি টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) অবসরের পর প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ফলে এই সিরিজ ভারতের তরুণ খেলোয়াড়দের কাছে বড় পরীক্ষা।

গম্ভীর-শুবমান জুটির পরীক্ষা

রোহিতের অবসরের পর টেস্টে ভারতীয় দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান গিল (Shubman Gill)। তাঁর নেতৃত্বে প্রথমবার খেলতে নামছে ভারতীয় দল। এই সফরে ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ। তাঁদের অনুপ্রাণিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গম্ভীর। তাঁর মা হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত বুধবার দেশে ফিরে আসেন ভারতীয় দলের প্রধান কোচ। তাঁর মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন তাঁর মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দলে যোগ দিলেন গম্ভীর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship 2025–27) নতুন সংস্করণ শুরু করছে ভারতীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণের ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। তবে তৃতীয় সংস্করণের ফাইনালে পৌঁছতে পারেননি রোহিত-বিরাটরা। ওডিআই, টি-২০ ফর্ম্যাটে বিশ্বসেরা হলেও, টেস্টে এখনও পর্যন্ত সেরা হতে পারেনি ভারত। শুবমানের নেতৃত্বে সেই লক্ষ্যপূরণ করতে চায় ভারতীয় দল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।