Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন।

Gautam Gambhir attacks Pakistan: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে (Pakistan) তীব্র আক্রমণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলার বার্তা দিয়েছেন। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে আমার ব্যক্তিগত মত হল, একদমই খেলা উচিত নয়। যতদিন না সীমান্ত সন্ত্রাস বন্ধ হচ্ছে, ততদিন খেলা উচিত নয়। ভারত-পাকিস্তানের মধ্যে কোনও সম্পর্কই থাকা উচিত নয়। তবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলব কি না, সে বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে। আমি এর আগেও বলেছি, ভারতের সেনা জওয়ান ও ভারতীয় নাগরিকদের জীবনের চেয়ে কোনও ক্রিকেট ম্যাচ,বলিউড বা অন্য কোনও যোগাযোগ বেশি গুরুত্বপূর্ণ নয়।’

পাকিস্তান নিয়ে কড়া বার্তা গম্ভীরের

ভারত-পাকিস্তান যোগাযোগ নিয়ে গম্ভীর আরও বলেছেন, 'ম্যাচ হবে, ছবি তৈরি হবে, সঙ্গীতশিল্পীরা অনুষ্ঠান করবেন। কিন্তু পরিবারের কাউকে হারানোর মতো কিছুই হয় না।' এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলেছেন, পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করা হতে পারে। এ প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ‘আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আমরা ওদের বিরুদ্ধে খেলব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই ও সরকার। ওরা যে সিদ্ধান্তই নিক না কেন, আমাদের সেই সিদ্ধান্তই মেনে চলা উচিত। এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়।’

পহেলগাঁও নিয়ে সরকারের পাশে গম্ভীর

বিজেপি-র প্রাক্তন সাংসদ গম্ভীর বরাবরই জাতীয়তাবাদী হিসেবে পরিচিত। তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন গম্ভীর। তিনি এই পরিস্থিতিতে জাতীয় স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সন্ত্রাস বন্ধ হলে এবং সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর ফের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ শুরু করার পক্ষে মতপ্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।