Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের লড়াইয়ের আগে, এই ম্যাচটিকে প্রস্তুতি হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। তাই দলে বড়সড় পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে।

Asia Cup 2025: ভারতের সামনে এবার ওমান। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার, ওমানের মুখোমুখি হবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের লড়াইয়ের আগে, এই ম্যাচটিকে প্রস্তুতি হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। তাই দলে বড়সড় পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে।

এই ম্যাচটি আবুধাবিতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সোনি লিভ-এ ম্যাচটি সরাসরি দেখা যাবে। ওমানের বিরুদ্ধে মাঠে নামার সময় টিম ইন্ডিয়ার মাথায় কিন্তু অবশ্যই থাকবে আগামী ম্যাচটি। কারণ, সুপার ফোরের ম্যাচে রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ফের একবার পাক দলের মুখোমুখি হবেন সূর্যরা।

দলে আমূল পরিবর্তনের সম্ভাবনা?

Scroll to load tweet…

‘নো হ্যান্ডশেক' বিতর্কের রেশ কাটার আগেই ফের একবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচের প্রস্তুতির জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে। তাই এই ওমান ম্যাচে হয়ত টিম ম্যানেজমেন্ট একাধিক পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে।

ওমানের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, উভয় বিভাগেই প্রথম একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, প্রথম দুটি ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। তবে শোনা যাচ্ছে, শুক্রবারের ম্যাচে টস জিতলে ব্যাটিং নিতে পারে তারা। প্রথম দুই ম্যাচে ক্রিজে নামার সুযোগ না পাওয়া সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলরা এদিন ব্যাটিংয়ের সুযোগ পেতে পারেন বলে খবর।

একজন স্পিনার বসতে পারেন

Scroll to load tweet…

অপরদিকে, পেসার যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাঁর জায়গায় হর্ষিত রানা বা আর্শদীপ সিং প্রথম একাদশে আসতে পারেন। এই পিচে দুজন পেসার খেলানোর সিদ্ধান্ত নিলে বরুণ চক্রবর্তী বা কুলদীপ যাদবকে বাইরে বসতে হতে পারে। দুবাইয়ের মতো আবুধাবির উইকেট স্পিনারদের তেমন সাহায্য করে না। যা বৃহস্পতিবারের শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে আরও একবার স্পষ্ট হয়ে গেছে।

অন্যদিকে, টি-২০ ক্রিকেটে ভারত এবং ওমান এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে। দুটি ম্যাচে পরাজিত হয়ে, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ওমানের জন্য ভারতের বোলিং শক্তিকে সামলানোই হবে আজকের প্রধান চ্যালেঞ্জ। এইরকমটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।