India vs South Africa: রবিবার গুয়াহাটিতে (Guwahati) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছে। এখনও প্রথম ইনিংসে ব্যাটিং করে চলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।
KNOW
Guwahati Test: শনিবারের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট মহলে খুব বেশি কেউ সেনুরান মুথুস্বামীর (Senuran Muthusamy) নাম জানতেন না। কিন্তু তামিলনাড়ুর (Tamil Nadu) নাগাপট্টিনমের (Nagapattinam) সঙ্গে পারিবারিক যোগ থাকা ৩১ বছর বয়সি এই অলরাউন্ডারই রবিবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) ভারতীয় দলকে চাপে ফেলে দিলেন। গুয়াহাটি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশন শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) স্কোর ছিল ৭ উইকেটে ৪২৮। ২০৩ বল খেলে ১০৭ রান করে অপরাজিত থাকেন মুথুস্বামী। ৫৭ বল খেলে ৫১ রান করে অপরাজিত থাকেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। ফলে ভারতীয় দলের উপর চাপ বাড়ছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বোলারদের দাপট দেখা গিয়েছিল। গুয়াহাটি টেস্টে ব্যাটারদের দাপট দেখা যাচ্ছে।
কেরিয়ারের সেরা ইনিংস মুথুস্বামীর
২০১৯ সালের ২ অক্টোবর ভারতের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মুথুস্বামীর। তবে রবিবারের আগে পর্যন্ত তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। গুয়াহাটিতে কেরিয়ারের অষ্টম টেস্ট ম্যাচ খেলছেন এই অলরাউন্ডার। তিনি টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করলেন। বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামেই টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেললেন মুথুস্বামী। তিনি দিনের তৃতীয় সেশনের শুরুতে ২০৬ বল খেলে ১০৯ রান করে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে যশস্বী জয়সোয়ালকে (Yashasvi Jaiswal) ক্যাচ দিয়ে ফিরে যান। মুথুস্বামীর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। অষ্টম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রান মুথুস্বামীর
চলতি বছরের শুরুতে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৮৯ রান করে অপরাজিত থাকেন মুথুস্বামী। রবিবার তিনি টেস্ট কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রান করলেন। এদিন তিনি ১৯২ বলে শতরান করলেন। শনিবার গুয়াহাটি টেস্ট ম্যাচের প্রথম দিন ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে অপরাজিত থাকেন মুথুস্বামী। রবিবার সকাল থেকে ক্রিজে টিকে থাকার পাশাপাশি রান করার দিকেও মন দেন এই অলরাউন্ডার। তবে তিনি ঝুঁকি নেননি। প্রথমে কাইল ভেরিন (Kyle Verreynne) এবং তারপর মার্কো জ্যানসেনের (Marco Jansen) সঙ্গে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন মুথুস্বামী। তার ফলে দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


