India vs Srilanka Women T20: ভারতের মেয়েদের জয়জয়কার। নিঃসন্দেহে দাপুটে ব্যাটিং শেফালি ভার্মার।শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় টিম ইন্ডিয়ার।
India vs Srilanka Women T20: ভারতের মেয়েদের জয়জয়কার। নিঃসন্দেহে দাপুটে ব্যাটিং শেফালি ভার্মার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় টিম ইন্ডিয়ার (india vs sri lanka women)। বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার, সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল (ind vs sl women t20)।
৭ উইকেটে জয় টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনীর
সেই ম্যাচেই ৭ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনী। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথমে ব্যাট করতে নেমেই, চরম বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার বিশমি গুনারাত্নে ফিরে যান মাত্র ১ রানে। দলের আরেক ওপেনার তথা অধিনায়ক চামারি আট্টাপাট্টুর সংগ্রহে ৩১ রান। এছাড়া হাসিনি পেরেরা করেন ২২ রান, হর্ষিতা সামারাবিক্রমার ঝুলিতে ৩৩ রান এবং কবিশা দিলহারির সংগ্রহে ১৪ রান।
নীলাক্ষী ডি সিলভা মাত্র ২ রানে আউট হন। কৌশানি নুথ্যাঙ্গানা করেন ১১ রান, শশিনি গিমহানি ফেরেন খালি হাতে, কাওয়া কাবিন্দি এবং মাল্কি মাদারা ১ রান করে যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শ্রীলঙ্কা।
শেফালি ভার্মার ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস
ভারতের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন বৈষ্ণবী শর্মা এবং শ্রী চরণি। দুজনেই ২টি করে উইকেট পান। সেইসঙ্গে, ১টি করে উইকেট নেন স্নেহ রানা এবং ক্রান্তি গৌড়। জবাবে ব্যাট করতে নেমে, একেবারেই বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে। ওপেনার স্মৃতি মান্ধানা করেন ১৪ রান।
ব্যাট হাতে জ্বলে ওঠেন শেফালি ভার্মা। খেলেন ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস এবং শেষপর্যন্ত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে, জেমিমা রডরিগেজের সংগ্রহে ২৬ রান। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১০ রান এবং রিচা ঘোষের ঝুলিতে ১ রান। মাত্র ১১.৫ ওভারে, ৩ উইকেট হারিয়েই ১২৯ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।