সংক্ষিপ্ত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতার জন্যই মাত্র ৪ রানে হেরে গিয়েছে ভারত। রবিবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের ভুল শুধরে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৬টি টি-২০ ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার মধ্যে ১৭টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ক্যারিবিয়ানদের জয় ৮টি ম্যাচে। ১টি ম্যাচের ফল নির্ধারণ করা যায়নি। ফলে টি-২০ ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আধিপত্য প্রশ্নাতীত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২ দল ৮টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে ২ দল ৪টি করে ম্যাচ জিতেছে। ফলে রবিবার কোনও দলকেই এগিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এমনিতেই টি-২০ ফর্ম্যাটে কোনও দলকে এগিয়ে রাখা যায় না। তার উপর দেশের মাটিতে টি-২০ ফর্ম্যাটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ফলে রবিবার কঠিন লড়াই হার্দিক পান্ডিয়াদের।

রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনাই ভারতীয় দলের লক্ষ্য। প্রথম ম্যাচে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৫ রান করেই থেমে যায় ভারত। অভিষেক ম্যাচে ৩৯ রান করেন তিলক ভার্মা। ২১ রান করেন সূর্যকুমার যাদব। বাকিরা কেউই ব্যাট হাতে লড়াই করতে পারেননি। ওপেনার ঈশান কিষান ও শুবমান গিল ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। হার্দিক, সূর্যকুমারও দলকে ভরসা দিতে পারেননি। ফলে টার্গেটের কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয় ভারতীয় দলকে। ভারতের বোলারদের পারফরম্যান্স অবশ্য খারাপ হয়নি। ভারতীয় দলের বোলারদের মধ্যে ২ উইকেট করে নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। ১ উইকেট করে নেন হার্দিক ও কুলদীপ যাদব। রবিবার জয় পেতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

ওডিআই সিরিজের শেষ ২ ম্যাচে খেলেননি ভারতের ২ সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের অনুপস্থিতিতে এই ২ ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন হার্দিক। দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও, তৃতীয় ম্যাচে ২০০ রানে জয় পায়। ফলে টি-২০ সিরিজেও সমতা ফেরানোর ব্যাপারে আত্মবিশ্বাসী হার্দিকরা।

রবিবার টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়ালের। আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্টে অভিষেক হয়েছে এই বাঁ হাতি ব্যাটারের। তিনি অভিষেক টেস্টেই শতরান করেছেন। ফলে যশস্বী টি-২০ ফর্ম্যাটেও খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশা ক্রিকেট মহলের।

আরও পড়ুন-

Harleen Deol : আগামী মাসে এশিয়ান গেমস, বিরাট কোহলির অনুকরণে জিমে কসরত হারলিন দেওলের

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা আয়ারল্যান্ডের

ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই বিদেশ সফরে ৩ ফর্ম্যাটে অভিষেক মুকেশ কুমারের