ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতলেই সিরিজের দখল নেবে রোহিত শর্মার দল।

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। এই ম্যাচে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিও এই ম্যাচে খেলছেন না। হার্দিক বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিংই করতে চাইছিলাম। এই পিচে কত রান করতে পারি, সেটা আমরা দেখতে চাই। কারণ, এই পিচে ব্যাটিং করা খুব একটা সহজ নয়। রোহিত ও বিরাট টানা খেলে চলেছে। সেই কারণে ওরা এই ম্যাচে বিশ্রাম নিচ্ছে। ওদের অনুপস্থিতিতে আমাদের দল কেমন খেলে, সেটা দেখাই আমাদের লক্ষ্য। ওরা তরতাজা অবস্থায় তৃতীয় ওডিআই ম্যাচে খেলবে। বিপক্ষ দলকে ১১৫ রানে অলআউট করে দিতে পারলে সেটা ভালো লক্ষণ। আমরা ভালো ক্যাচ নিতে পেরেছি। তবে আমরা কয়েকটি বিষয়ে উন্নতি করতে পারি। গত ম্যাচে ৫ উইকেট হারানোর বদলে আমরা ২ উইকেট হারিয়েই ম্যাচ শেষ করে দিতে পারতাম। রোহিত ও বিরাটের পরিবর্তে খেলছে সঞ্জু (স্যামসন) ও অক্ষর (প্যাটেল)।’

এই ম্যাচে ভারতের হয়ে খেলছেন- শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার। সঞ্জু এই ম্যাচে খেলার সুযোগ পেলেও, তিনি উইকেটকিপিং করবেন না। উইকেটের পিছনে থাকছেন ঈশানই।

Scroll to load tweet…

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। গত ম্যাচে কী হয়েছে আমরা দেখেছি। এখানকার পরিবেশ-পরিস্থিতি বোলারদের সাহায্য করবে। এই সিরিজে আমাদের আরও ২টি ম্যাচ খেলতে হবে। সেই কারণে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে। এই পিচের চরিত্র সম্পর্কে আগাম বলা কঠিন। ২ দলই এই পিচে খেলবে। আমরা প্রথমে ফিল্ডিং করছি। ওদের চাপে ফেলে দিতে হবে। (রভম্যান) পাওয়েল ও (ডমিনিক) ড্রেকস খেলছে না। ওদের বদলে দলে এসেছে আলজারি জোশেফ ও কেসি কার্টি।’

Scroll to load tweet…

এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, অ্যালিক অ্যাথানেজ, শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, ইয়ানিক কারিয়া, গুডাকেশ মতি, আলজারি জোশেফ ও জেডেন সিলস।

আরও পড়ুন-

কুলদীপ-জাদেজার যুগলবন্দিতে ধ্বংস ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ, সহজ জয় ভারতের

ওডিআই বিশ্বকাপের সময় স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে পানীয় জল দেওয়া হবে, জানালেন জয় শাহ

বিশ্বকাপের আগেই ১০০ শতাংশ ফিট হতে চাইছে ঋষভ পন্থ