India Women vs Pakistan Women: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান বধ করতেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে চলে এল বিরাট বার্তা।
India Women vs Pakistan Women: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান বধ করতেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে চলে এল বিরাট বার্তা।
কী বললেন অমিত শাহ?
২২ গজে কামাল দেখাল ভারতের দুর্গারা। আর তারপরেই এক্স হ্যান্ডলে অমিত শাহ লিখলেন, “পারফেক্ট স্ট্রাইক।" ২৪৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৯ রানে। এই ম্যাচে ভারত জয় ছিনিয়ে নেয় ৮৮ রানে। তারপরেই অমিত শাহ এক্স হ্যান্ডলে লেখেন, “পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে এই ম্যাচে আমাদের মহিলা দল যথেষ্ট আধিপত্য দেখিয়ে জিতেছে। দেশ তোমাদেরকে নিয়ে সত্যিই গর্বিত। আগামী ম্যাচগুলির জন্য রইল অনেক শুভেচ্ছা।"
প্রসঙ্গত, এই ম্যাচে বিরাট ভূমিকা নেন ভারতের বোলাররা। ৪৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, ভারতের বোলিং আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে আগুনে বোলিং করেন ক্রান্তি গৌড়। তিনি একাই নেন ৩টি উইকেট।
স্বরাষ্ট্রমন্ত্রী এক্স-হ্যান্ডলে এই পোস্টটি করেন
দীপ্তি শর্মার ঝুলিতেও ৩টি উইকেট। অন্যদিকে, অনবদ্য পারফর্ম করেন হ রানা। দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। অর্থাৎ, এই হাইভোল্টেজ ম্যাচে রীতিমতো দাপট দেখিয়েই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। আর তারপরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক্স-হ্যান্ডলে এই পোস্টটি করেন।
অমিত শাহের কথায়, "পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের এই ম্যাচে আমাদের মহিলা দল যথেষ্ট আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে এনেছে। দেশ তোমাদেরকে নিয়ে সত্যিই গর্বিত। আগামী ম্যাচগুলির জন্য রইল অনেক শুভেচ্ছা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
