2025 ICC Women's Cricket World Cup: এবার মহিলাদের ওডিআই বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ফলে রবিবার ফাইনাল চলাকালীন আবহাওয়া কেমন থাকে, সে বিষয়ে সবারঅ আগ্রহ রয়েছে।
KNOW
2025 ICC Women's Cricket World Cup Final: হঠাৎ আবহাওয়ার বিশাল পরিবর্তন না হলে রবিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা (India Women vs South Africa Women) ম্যাচে আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটছে না। এদিন বিকেলে নভি মুম্বইয়ে (Navi Mumbai) সামান্য বৃষ্টির পূর্বভাস আছে। তবে তাতে সমস্যা হওয়ার কথা নয়। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, হঠাৎই ঘন কালো মেঘে ঢেকে যেতে পারে আকাশ। বৃষ্টিও নামতে পারে। বিকেল চারটে থেকে সন্ধে সাতটার মধ্যে বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস সন্ধে ছ'টা থেকে সাতটার মধ্যে। তবে বৃষ্টি যে হবেই, সে কথা বলা যাচ্ছে না। কারণ, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির সবচেয়ে বেশি সম্ভাবনা ৫৮ শতাংশ। এরকম বৃষ্টির পূর্বাভাস থাকলে বৃষ্টি না-ও হতে পারে। বৃষ্টি হলেও সামান্যই হবে। তাতে ম্যাচ কিছুক্ষণের জন্য থেমে যেতে পারে, তবে তারপর ফের শুরু হবে।
টসে জিতলে কী করবেন হরমনপ্রীত?
ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) এদিন টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন না ব্যাটিং করবেন, সে বিষয়ে জল্পনা চলছে। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia Women vs India Women) ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে জয় পায় ভারতীয় দল। ফলে এদিনও টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন হরমনপ্রীত।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়
এই টুর্নামেন্টে লিগ পর্যায়ে সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে নিয়ে তৃতীয় স্থানে থাকে দক্ষিণ আফ্রিকা। তারা পাঁচ ম্যাচে জয় পেয়েছে এবং দুই ম্যাচে হেরে গিয়েছে। ইংল্যান্ডের (England Women) বিরুদ্ধে ৬৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর লিগ পর্যায়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia Women) বিরুদ্ধে ৯৭ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। সেই ম্যাচে ১৮ রান দিয়ে সাত উইকেট নেন আলানা কিং (Alana King)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


