Indian Cricket Team: বুধবার, আইসিসি-র তরফে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, অভিষেক শর্মা সবার উপরে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। গত বছর, জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন।

Indian Cricket Team: চলতি এশিয়া কাপে অপরাজিত ভারত। যেন প্রত্যেকে একেবারে স্বপ্নের ফর্মে আছেন। তারমধ্যেই চলে এল আরও একটি ভালো খবর। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটি পাকা করে নিয়েছেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন

বুধবার, আইসিসি-র তরফে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, অভিষেক শর্মা সবার উপরে। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। গত বছর, জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন। 

তারপর জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক সাফল্য। চলতি বছরের জুলাই মাসে, ট্র্যাভিস হেডকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান তিনি। তার আগে, ভারতীয় হিসেবে টি-২০ ক্রমতালিকায় একনম্বর ব্যাটার হওয়ার নজির একমাত্র বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের দখলে ছিল।

চলতি এশিয়া কাপে, আপাতত চারটি ম্যাচ খেলে ১৭৩ রান করেছেন অভিষেক শর্মা। তাঁর স্ট্রাইক রেট ২০৮। শুধু তাই নয়, সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে ৭৪ রান করেছেন। তারপর বাংলাদেশের বিরুদ্ধে আবার ৩৭ বলে ৭৫ রান। ফলে, আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষস্থান আরও ভালোভাবে পাকা করে নিয়েছেন অভিষেক। 

তিনি আছেন ষষ্ঠ স্থানে

মোট ৯০৭ পয়েন্ট রয়েছে তাঁর সংগ্রহে।অন্যদিকে, একধাপ উঠে ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে এসেছেন তিলক ভার্মা। ভার‍তীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও একধাপ উঠে এসেছেন। তিনি আছেন ষষ্ঠ স্থানে। 

অলরাউন্ডারদের তালিকায় ১১ নম্বরে আছেন অক্ষর প্যাটেল। এই তালিকায় আবার এখনও শীর্ষে আছেন হার্দিক। বোলারদের তালিকায় শীর্ষে আছেন স্পিনার বরুণ চক্রবর্তী। অর্থাৎ, টি-২০ বিশ্বকাপের আগে, টি-২০ ক্রিকেটকে রীতিমতো শাসন করছে টিম ইন্ডিয়া। 

ক্রিকেটে ব্যাটার, বোলার এবং অলরাউন্ডার, এই তিন বিভাগেই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয়রা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।