সংক্ষিপ্ত
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে শুরুটা দারুণভাবে করলেও, দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রজত পতিদার ও রিসি টপলি। এই দুই ক্রিকেটারকে না পেয়ে সমস্যায় পড়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পতিদার ও টপলির পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁ হাতি পেসার ওয়েন পার্নেল ও কর্ণাটকের সিমার বিশাক বিজয়কুমারকে নিল আরসিবি। পার্নেল ৭৫ লক্ষ টাকার বিনিময়ে আরসিবি-তে যোগ দিলেন। বিজয়কুমার ২০ লক্ষ টাকা পাচ্ছেন। এই দুই বোলার ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা আরসিবি শিবিরের। বিশেষ করে পার্নেলের উপর দলের ভরসা আছে। আইপিএল-এ এখনও পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন এই পেসার। পুণে ওয়ারিয়র্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন পার্নেল। ২০১৪ সালে শেষবার আইপিএল-এ খেলেন এই পেসার। ৯ বছর পর আইপিএল-এ ফিরলেন তিনি।
পুণের হয়ে খেলার সময় মাদককাণ্ডে জড়ায় পার্নেলের নাম। এরপর দীর্ঘদিন জাতীয় দলের হয়েও খেলার সুযোগ পাননি এই পেসার। ২০২১ সালের নভেম্বরে তাঁকে আবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ দেওয়া হয়। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন পার্নেল। এসএ২০ লিগের প্রথম মরসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেন এই পেসার। ৯ ম্যাচ খেলে তিনি ১০ উইকেট নেন। ইকনমি রেট ছিল ৭.৮৫। আইপিএল-এ তাঁর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় আরসিবি।
বিজয়কুমার এবারই প্রথম আইপিএল-এর কোনও দলে সুযোগ পেলেন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে ১০ উইকেট নেন এই সিমার। রঞ্জি ট্রফিতে কর্ণাটকের হয়ে যুগ্মভাবে সর্বাধিক উইকেটশিকারী হন বিজয়কুমার। তিনি রঞ্জি ট্রফিতে ৮ ম্যাচ খেলে ৩১ উইকেট নেন। গড় ২৪.৫৮। এই পারফরম্যান্সের সুবাদেই আইপিএল-এ সুযোগ পেলেন তিনি।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮১ রানে হেরে গিয়েছে আরসিবি। ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলার পেসার আকাশ দীপ। মাইকেল ব্রেসওয়েলও অনেক রান দেন। সেই কারণে বোলিং বিভাগ নিয়ে নতুন পরিকল্পনা করছে আরসিবি ম্যানেজমেন্ট। তবে বোলিংয়ের চেয়েও ব্যাটিং নিয়ে বেশি ভাবতে হবে ডু প্লেসিকে। ইডেনে আরসিবি-র মিডল অর্ডারের কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। ব্যর্থ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত। পরের ম্যাচে মিডল অর্ডারের ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
আরও পড়ুন-
সূযশ শর্মার লড়াকু মানসিকতার প্রশংসায় কেকেআর অধিনায়ক নীতীশ রানা
শুক্রবার আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের লড়াই
আইপিএল-এ স্বপ্নের অভিষেক, ইডেনে কেকেআর-কে জেতালেন ১৯ বছরের সূযশ শর্মা