সংক্ষিপ্ত

রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেন রিঙ্কু সিং। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-লখনউ সুপার জায়ান্টস ম্যাচেও দুর্দান্ত লড়াই দেখা গেল।

কিছুদিন আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। সেদিন গোয়ার মাঠে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। ঘটনাচক্রে তিনিই লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার। আইএসএল ফাইনালে উত্তেজক ম্যাচে টাইব্রেকারে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। সোমবার টাইব্রেকারের মতোই উত্তেজক পরিসমাপ্তি হল লখনউ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের। শেষ বলে আরসিবি-কে হারিয়ে দিল লখনউ। এবারও গ্যালারিতে থেকে বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের দলের জয় দেখলেন গোয়েঙ্কা। প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২১২ রান করে ম্যাচ প্রায় পকেটে পুরে নিয়েছিল আরসিবি। কিন্তু পাল্টা লড়াই করে ১ উইকেটে জয় ছিনিয়ে নিল লখনউ।

এই উত্তেজক ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য লখনউয়ের দরকার ছিল ৫ রান। স্লো-ওভার রেট থাকায় পেনাল্টি হিসেবে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র ৪ জন ফিল্ডারকে রাখার সুযোগ পায় আরসিবি। হর্ষল প্যাটেলের প্রথম বলে ১ রান নেন জয়দেব উনাদকাট। পরের বলে বোল্ড হয়ে যান মার্ক উড। তৃতীয় বলে ২ রান নেন রবি বিষ্ণোই। চতুর্থ বলে ১ রান নিয়ে দু'দলের স্কোর সমান করে দেন বিষ্ণোই। পঞ্চম বলে ফাফ ডু প্লেসির হাতে ধরা পড়েন উনাদকাট। শেষ বলে ব্যাটিং করতে যান আবেশ খান। বোলারের হাত থেকে বল বেরনোর আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নন-স্ট্রাইকার প্রান্তে থাকা বিষ্ণোই। কিন্তু রান আউটের সুযোগ হারান হর্ষল। এরপর বাই রানে ম্যাচ জিতে যায় লখনউ।

এর আগেও এই ম্যাচে নাটকীয় ঘটনা দেখা যায়। ১৯-তম ওভারের চতুর্থ বলে উইকেটের পিছনে ওভার-বাউন্ডারি মেরেও হিট উইকেট হয়ে যান আয়ূষ বাদোনি। ফলে শেষ বল পর্যন্ত গড়ায় ম্যাচ। না হলে আগেই জয় পেত লখনউ। 

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল। বিরাটের ৬১, ডু প্লেসির ৭৯ ও ম্যাক্সওয়েলের ৫৯ রানের সুবাদে বড় স্কোর করে আরসিবি। রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই কাইল মেয়ার্সের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। ২৩ রানের মধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেই অবস্থা থেকে ম্যাচ ঘুরিয়ে দেন মার্কাস স্টোইনিস (৩০ বলে ৬৫) ও  নিকোলাস পুরাণ (১৯ বলে ৬২)। এরপর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন আয়ূষ বাদোনি (৩০)। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর ফের হারল আরসিবি।

আরও পড়ুন-

IPL 2023: বিরাটের রেকর্ড ভেঙে আইপিএল-এর এক মরসুমে সর্বাধিক রান করবেন শুবমান, আশায় শাস্ত্রী

IPL 2023: লক্ষ্য প্রথম জয়, মঙ্গলবার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ানস

IPL 2023: পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের