সংক্ষিপ্ত

ইতিমধ্যেই প্রথম দল হিসেবে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। শীর্ষস্থান ধরে রাখাই সুনীল নারিন, ফিলিপ সল্টদের লক্ষ্য।

কলকাতা নাইট রাইডার্সের পিছু ছাড়ছে না খারাপ আবহাওয়া। গত সপ্তাহ থেকেই কেকেআর-কে তাড়া করে চলেছে বৃষ্টি। গত সোমবার কলকাতায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের জন্য বিমান বিভ্রাটে পড়তে হয়। এরপর শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআর-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচেও হানা দেয় বৃষ্টি। এবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআর-গুজরাট টাইটানস ম্যাচেও খারাপ আবহাওয়া সঙ্গী হল। আমেদাবাদে বৃষ্টি ও বজ্রপাতের জন্য টসে বিলম্ব হল। সন্ধে সাড়ে ৭টায় ম্যাচ শুরু হওয়ার কথা। আবহাওয়ার উন্নতি না হলে ঠিক সময়ে ম্যাচ শুরু করা যাবে না। কেকেআর-এর গত ম্যাচ শুরু হয়েছিল ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে। ১৬ ওভারের ম্যাচ হয়েছিল। গুজরাটের বিরুদ্ধে পুরো ২০ ওভারের ম্যাচই খেলতে চাইছেন শ্রেয়াস আইয়াররা।

প্লে-অফে টিকে থাকার লড়াই গুজরাটের

চলতি আইপিএল-এ প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে কেকেআর। ফলে সোমবারের এই ম্যাচে শ্রেয়াসদের কাছে শীর্ষস্থান ধরে রাখার লড়াই। কিন্তু গুজরাটের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে শুবমান গিলরা। বাকি ২ ম্যাচ জিতলেও প্লে-অফে খেলা নিশ্চিত হবে না। খারাপ আবহাওয়ার জন্য পয়েন্ট ভাগ করে নিতে হলে বা হেরে গেলে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যাবে। এই কারণে ঘরের মাঠে জয় পেতে মরিয়া গুজরাট। তবে কেকেআর এখন যে ফর্মে, তাতে গুজরাটের পক্ষে জয় পাওয়া খুব কঠিন।

দেশে ফিরছেন ফিলিপ সল্ট

চলতি আইপিএল-এ কেকেআর-এর হয়ে যাঁরা সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তাঁদের অন্যতম ফিলিপ সল্ট। কিন্তু ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটারকে টি-২০ বিশ্বকাপের জন্য জাতীয় শিবিরে যোগ দিতে হবে। ফলে প্লে-অফে সল্টকে পাবে না কেকেআর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর

IPL 2024: কীভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে আরসিবি, সিএসকে?

IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের লড়াই জমিয়ে দিল আরসিবি