সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ অনেক দলই ইডেন গার্ডেন্সের পিচের চরিত্র বুঝতে পারেনি। সোমবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থও পিচের চরিত্র বুঝতে ব্যর্থ হলেন।

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রান করেই থেমে গেল দিল্লি ক্যাপিটালস। দিল্লির কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ২০ বলে ২৭ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। অভিষেক পোড়েল করেন ১৮ রান। অক্ষর প্যাটেল করেন ১৫ রান। ওপেনার পৃথ্বী শ ৭ বলে ১৩ রান করেন। অপর ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৭ বলে ১২ রান করেন। শাই হোপ করেন ৬ রান। ট্রিস্টান স্টাবস করেন ৪ রান। কুমার কুশাগ্র করেন ১ রান। রাসিক দার সালাম করেন ৮ রান। ১ রান করে অপরাজিত থাকেন লিজাড উইলিয়ামস।

কেকেআর-এর দুরন্ত বোলিং

কেকেআর-এর হয়ে ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন হর্ষিত রানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন বৈভব অরোরা। ৩ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্টার্ক। ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন সুনীল নারিন

লিগ টেবলে দ্বিতীয় স্থান ধরে রাখার লক্ষ্যে কেকেআর

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে ছিল কেকেআর। এই ম্যাচ জিতলে ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে আরও এগিয়ে যাবে কেকেআর। অন্যদিকে, এই ম্যাচ হেরে গেলে ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরেই থাকবে দিল্লি ক্যাপিটালস। সেক্ষেত্রে আরও পিছিয়ে পড়বেন ঋষভরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Cricket: টি-২০ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা ২ শিশুর!

Virat Kohli: 'লোকের কথায় মাথা ঘামাই না, দলকে জেতানোই লক্ষ্য,' বার্তা বিরাটের

IPL 2024: রুতুরাজ-তুষারের অসাধারণ পারফরম্যান্স, দক্ষিণ ভারতীয় ডার্বিতে সহজ জয় সিএসকে-র