সংক্ষিপ্ত

IPL 2025 CSK vs KKR: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এত দাপট দেখিয়ে শেষবার কবে জয় পেয়েছিল, সেটা কেকেআর সমর্থকরাও মনে করতে পারছেন না।

IPL 2025 Chennai Super Kings vs Kolkata Knight Riders: এবারের আইপিএল-এ (IPL 2025) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রথম ম্যাচে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার নিজেদের ঘরের মাঠ চিপকে (MA Chidambaram Stadium) কোনওরকম লড়াই করতে পারল না সিএসকে। টসে জেতার পর ম্যাচও জিতে নিল কেকেআর। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) কনুইয়ের চোটের জন্য ছিটকে যাওয়ার পর চলতি আইপিএল-এ সিএসকে-র বাকি ম্যাচগুলিতে অধিনায়ক হিসেবে থাকছেন ধোনি। এই খবরে সিএসকে সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। কিন্তু এদিন দলকে সাফল্য এনে দিতে পারলেন না ধোনি। নিজেও ব্যাট হাতে সাফল্য পেলেন না। ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪ বলে ১ রান করেই আউট হয়ে যান সিএসকে অধিনায়ক। তাঁর দল ৮ উইকেটে ম্যাচ হেরে গেল।

হারের রেকর্ড সিএসকে-র

আইপিএল-এর ইতিহাসে প্রথমবার টানা পাঁচ ম্যাচে হেরে গেল সিএসকে। প্রথমবার চিপকে টানা তিন ম্যাচে হেরে গেলেন ধোনিরা। শুক্রবার ১০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নিল কেকেআর। আইপিএল-এর ইতিহাসে ১০০-এর বেশি রান তাড়া করে জয়ের ক্ষেত্রে এটি তৃতীয় দ্রুততম নজির।

সুনীল নারিনের দাপটে জয় কেকেআর-এর

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১০৩ রান করে সিএসকে। সর্বাধিক ৩১ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে (Shivam Dube)। বিজয় শঙ্কর (Vijay Shankar) করেন ২৯ রান। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন সুনীল নারিন (Sunil Narine)। ২২ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন হর্ষিত রানা (Harshit Rana)। এরপর ব্যাট হাতেও সাফল্য পেলেন নারিন। ওপেন করতে নেমে ১৮ বলে ৪৪ রান করেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর এই বিস্ফোরক ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) ১৬ বলে ২৩ রান করেন। অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ২০ রান করে অপরাজিত থাকেন। রিঙ্কু সিং (Rinku Singh) ১৫ রান করে অপরাজিত থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।