সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: আইপিএল-এর (IPL 2025) গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ভরাডুবি হলেও, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে ঘুরে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

IPL 2025, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: এবারের আইপিএল-এর (IPL 2025) প্রথম সপ্তাহে সব দলের মধ্যেই দুর্দান্ত লড়াই দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই একের পর এক একপেশে ম্যাচ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তেমনই একটি একপেশে ম্যাচ হল। সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৮০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচের শুরুটা ভালোভাবে করতে না পারলেও, শেষপর্যন্ত সহজ জয় পেল কেকেআর। এই জয়ে বড় অবদান রাখলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), তরুণ তারকা অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ও তারকা ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)। বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখালেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), বৈভব অরোরা (Vaibhav Arora),  আন্দ্রে রাসেল (Andre Russell)।

বড় ব্যবধানে জয় কেকেআর-এর

বৃহস্পতিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০০ রান করে কেকেআর। ২৭ বলে ৩৮ রান করেন রাহানে। ৩২ বলে ৫০ রান করেন রঘুবংশী। ২৯ বলে ৬০ রান করেন ভেঙ্কটেশ। ১৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১ উইকেট করে নেন মহম্মদ শামি (Mohammed Shami), অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins), জিশান আনসারি (Zeeshan Ansari), হর্ষল প্যাটেল (Harshal Patel) ও কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। বড় রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১২০ রানে অলআউট হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন বৈভব। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ। ২১ রান দিয়ে ২ উইকেট নেন রাসেল। ১৫ রান দিয়ে দিয়ে ১ উইকেট নেন হর্ষিত রানা (Harshit Rana)। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন সুনীল নারিন (Sunil Narine)। এর ফলেই ৮০ রানে জয় পেল কেকেআর

লিগ টেবলে উন্নতি কেকেআর-এর

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে চলতি আইপিএল-এ লিগ টেবলে সবার শেষে ১০ নম্বরে ছিল কেকেআর। এই ম্যাচ জিতে ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এলেন রাহানেরা। অন্যদিকে, ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেল হায়দরাবাদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।