IPL 2025 CSK vs PBKS: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে থাকার লজ্জা দূর করে কি উপরের দিকে যেতে পারবে চেন্নাই সুপার কিংস? (Chennai Super Kings) ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচের ফলের উপর তা নির্ভর করছে।

IPL 2025 Chennai Super Kings vs Punjab Kings: বুধবার কি চলতি আইপিএল-এ (IPL 2025) তৃতীয় জয় পাবে চেন্নাই সুপার কিংস? (Chennai Super Kings) সেই আশা দেখছেন সমর্থকরা। ঘরের মাঠ চিপকে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল সিএসকে। সৌজন্যে স্যাম কারান (Sam Curran)। তাঁর সঙ্গে কিছুটা সঙ্গত করলেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। ৪৭ বলে ৮৮ রানের বিস্ফোরক ইনিংস খেললেন কারান। তিনি ৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ২৬ বলে ৩২ রান করেন ব্রেভিস। তবে সিএসকে-র অন্য কোনও ব্যাটার বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ফের ব্যর্থ হলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ৪ বল খেলে ১১ রান করেন। ওপেনার শায়েক রশিদ (Shaik Rasheed) ১২ বলে ১১ রান করেন। অপর ওপেনার আয়ূষ মাত্রে (Ayush Mhatre) ৬ বল খেলে ৭ রান করেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১২ বল খেলে ১৭ রান করেন। দীপক হুডা (Deepak Hooda) করেন ২ রান। প্রথম বলেই আউট হয়ে যান অংশুল কম্বোজ (Anshul Kamboj)। নূর আহমেদও (Noor Ahmad) প্রথম বলেই আউট হয়ে যান। ৬ রান করলেন শশাঙ্ক সিং (Shashank Singh)। ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে গেল সিএসকে।

যুজবেন্দ্র চাহালের ৪ উইকেট

পাঞ্জাব কিংসের সফলতম বোলার অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি ৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ৪ উইকেট নিলেন। ৩.২ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai)। ২ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন হরপ্রীত ব্রার (Azmatullah Omarzai)।

চাহালের হ্যাটট্রিক

বুধবার আইপিএল-এ এক অসাধারণ নজির গড়লেন চাহাল। তিনি আইপিএল-এ দ্বিতীয়বার হ্যাটট্রিক করলেন। আইপিএল-এর ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে একাধিক হ্যাটট্রিক করলেন চাহাল। তাঁর আগে এই নজির গড়েছেন অমিত মিশ্র (Amit Mishra) ও যুবরাজ সিং। অমিত মিশ্র আইপিএল-এ তিনবার হ্যাটট্রিক করেছেন। যুবরাজ ও চাহাল আইপিএল-এ দু'বার করে হ্যাটট্রিক করলেন। বুধবার চাহালের শিকার হলেন ধোনি, হুডা, কম্বোজ ও নূর। সিএসকে-র ইনিংসের ১৯-তম ওভারে চার উইকেট নেন চাহাল। তিনি এই ওভারের দ্বিতীয় বলে ধোনিকে আউট করেন। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে হুডা, কম্বোজ ও নূরকে ফিরিয়ে দেন চাহাল

হ্যাটট্রিক করার পর কী বললেন চাহাল?

নজির গড়ার পর চাহাল বলেছেন, ‘খুব ভালো লাগছে। ১৯-তম ওভার ছিল আর আমার সামনে মাহি ভাই ছিলেন। মনে হচ্ছিল পরিস্থিতি যে কোনও দিকে যেতে পারে। তবে আমি উইকেট নেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম। পাঁচজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের মধ্যে ছিলেন। আমার পরিকল্পনা ছিল, স্টাম্পের উপর বল রাখব, বাইরের দিকে বল রাখব। আলগা বল যাতে না দিই, সেদিকে নজর রেখেছিলাম। ব্যাটারদের মনোভাব বুঝে বোলিং করতে চাইছিলাম। মিম থেকে আমার উইকেট পাওয়ার পর উদযাপনের ধারণা পেয়েছি। আমি পাঁচ উইকেট পেলে বা হ্যাটট্রিক করলে এভাবে উদযাপন করব ভেবে রেখেছিলাম। আমাদের পক্ষে রান তাড়া করে জয় পাওয়া সহজ হবে না। ১৯০ ভালো স্কোর। বল পুরনো হয়ে গেলে ঘুরবে। তবে এই রান তাড়া করে জয় পাওয়া সম্ভব। আমরা জয় পেতে পারি।’

জাতীয় দলে জায়গা ফিরে পাবেন চাহাল?

বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে চাহাল। এবারের আইপিএল-এ তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ধারাবাহিকভাবে ভালো বোলিং করে গেলে ফের জাতীয় দলে সুযোগ পেতে পারেন এই লেগ-স্পিনার। তিনি সেই আশাতেই আছেন। অনুরাগীদের আশা, জাতীয় দলে ফিরবেন চাহাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।