IPL 2025 CSK vs RR: এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। মঙ্গলবার এই দুই দলের মধ্যে নিয়মরক্ষার ম্যাচ চলছে।

IPL 2025 Chennai Super Kings vs Rajasthan Royals: আইপিএল-এ (IPL 2025) মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) খেলছেন কিন্তু সেই ম্যাচ গুরুত্বহীন, এই ঘটনা বিরল। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) চলতি আইপিএল-এর গুরুত্বহীন ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচ জয় পেলে লিগ টেবলে ১০ নম্বর থেকে ৯ নম্বরে উঠে আসতে পারে সিএসকে। সেক্ষেত্রে সবার শেষে নেমে যাবে রাজস্থান। এই ম্যাচে ফের ব্যর্থ হলেন ধোনি। তিনি ১৭ বলে ১৬ রান করেন। তবে ধোনি ব্যর্থ হলেও, তাঁর দল বড় স্কোর করল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৮৭ রান করল সিএসকে। ভালো ব্যাটিং করেন ওপেনার আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। এছাড়া ভালো ব্যাটিং করেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ও শিবম দুবে (Shivam Dube)।

কেউই অর্ধশতরান পেলেন না

সিএসকে-র হয়ে সর্বাধিক ৪৩ রান করেন আয়ূষ। এই তরুণ ওপেনার ২০ বলে ৪৩ রান করেন। তিনি আটটি বাউন্ডারি এবং একটি ওভার-বাউন্ডারি মারেন। ২৫ বলে ৪২ রান করেন ব্রেভিস। তিনি জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ৩২ বলে ৩৯ রান করেন শিবম। তিনি দু'টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। আর কেউই বড় রান পাননি। ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) ৮ বলে ১০ রান করেন। ৮ বলে ১৩ রান করেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ৫ বলে ১ রান করেন। 

যুধবীর-আকাশের ৩ উইকেট

রাজস্থান রয়্যালসের হয়ে ৪ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন যুধবীর সিং চড়ক (Yudhvir Singh Charak)। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। ৪ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন ওয়ানিন্দু (Wanindu Hasaranga)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।