IPL 2025 DC vs RCB: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় উপরের দিকে আছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এখন এই দুই দলের লড়াই চলছে।

IPL 2025 Delhi Capitals vs Royal Challengers Bengaluru: এবারের আইপিএল-এর (IPL 2025) অন্যতম আকর্ষণীয় ম্যাচে টানটান লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ম্যাচে হয়তো একপেশে ফল হতে চলেছে। কারণ, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করতে পারল না দিল্লি। নির্ধারিত ২০ ওভারের শেষে অক্ষর প্যাটেলের (Axar Patel) দলের স্কোর ৮ উইকেটে ১৬২। এদিন দিল্লির কোনও ব্যটাারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ঘরের মাঠে চাপে পড়ে গেল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যে দল জয় পাবে, তারা পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে। ফলে দুই দলই জয় পেতে মরিয়া। তবে এই মুহূর্তে এগিয়ে আরসিবি।

কে এল রাহুলের মন্থর ব্যাটিং

দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক ৪১ রান করলেন তারকা ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। তবে তিনি এই রান করার জন্য ৩৯ বল নেন। তিনটি বাউন্ডারি মারেন এই তারকা ব্যাটার। দিল্লির ওপেনার ফাফ ডু প্লেসিও (Faf du Plessis) মন্থর ব্যাটিং করেন। তিনি ২৬ বল খেলে ২২ রান করেন। অপর ওপেনার অভিষেক পোড়েল (Abishek Porel) অবশ্য দ্রুত রান করার চেষ্টা করেন। বাংলার উইকেটকিপার-ব্যাটার ১১ বলে ২৮ রান করেন। অক্ষর ১৩ বলে ১৫ রান করেন। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ১৮ বলে ৩৪ রান করেন। করুণ নায়ার (Karun Nair) ৪ রান করেই আউট হয়ে যান। আশুতোষ শর্মা (Ashutosh Sharma) করেন ২ রান। ৬ বলে ১২ রান করেন বিপ্রজ নিগম (Vipraj Nigam)।

ভুবনেশ্বর কুমারের ৩ উইকেট

আরসিবি-র হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তিনি ৪ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন যশ দয়াল (Yash Dayal)। ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya)।

ভুবনেশ্বরকে কৃতিত্ব দিচ্ছেন হ্যাজেলউড

দিল্লির ইনিংস শেষ হওয়ার পর হ্যাজেলউড বলেছেন, ‘সবকিছুই ভালো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে প্রতি ম্যাচেই উন্নতি করছি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কিছুটা সমস্যায় ছিলাম। তবে তাতে আমার মনে হচ্ছে মানসিক ও শারীরিকভাবে তরতাজা হয়ে উঠেছি। ক্রিজে আমার রান-আপ ভালো হয়েছে। এই পিচের ধরন বোঝা কঠিন। আমাদের ইনিংসের শুরুটাই সবচেয়ে সহজ হতে পারে। তবে এই পিচের ধরন বোঝা সত্যিই কঠিন। পরিবেশ-পরিস্থিতি খুব ভালো। বেঙ্গালুরুর আবহাওয়া খুব ভালো। আমাদের সবকিছুই ভালো হচ্ছে। আমরা অ্যাওয়ে ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছি। নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা এবং মাঠে নিজেদের প্রয়োগ করাই আসল। অনেক সময় সবকিছু ঠিকঠাক করেও উইকেট পাওয়া যায় না। ভুবি কঠোর পরিশ্রম করছে। ওকে কৃতিত্ব দিতেই হবে।’

আরসিবি-র ব্যাটারদের কঠিন পরীক্ষা

দিল্লির বিরুদ্ধে ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছে আরসিবি। তারা ২৬ রানে ৩ উইকেট খুইয়ে বসে। ওপেনার জ্যাকব বেথেল (Jacob Bethell) ৬ বলে ১২ রান করেন। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। আরসিবি অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) ৬ রান করে রান আউট হয়ে যান। এই পরিস্থিতিতে বিরাট কোহলিই (Virat Kohli) ভরসা। তিনি যদি ক্রিজে টিকে থাকেন, তাহলে জয় পেতে পারে আরসিবি। না হলে জয়ের দিকে এগিয়ে যাবে দিল্লি। এই ম্যাচ যতটা একপেশে হবে বলে মনে হচ্ছিল, মোটেই সেরকম হচ্ছে না। ঘরের মাঠে দুর্দান্ত লড়াই করছে দিল্লি। ফলে উত্তেজক ম্যাচ উপভোগ করছেন দর্শকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।