IPL 2025 Final: মঙ্গলবার চতুর্থবার আইপিএল ফাইনাল খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli)। তবে এবারও তিনি বড় স্কোর করতে পারলেন না।

IPL 2025 Final Royal Challengers Bengaluru vs Punjab Kings: আইপিএল ফাইনালে (IPL 2025 Final) ধীরগতির ব্যাটিংয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) সুপারস্টার বিরাট কোহলিকে (Virat Kohli) তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। পাওয়ার প্লে-তে বিরাট বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেননি বলে দাবি করেছেন আরসিবি সমর্থকরা। পাওয়ার প্লে-তে ১০ বলে মাত্র একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন বিরাট। তাঁর সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ফিল সল্ট (Phil Salt) প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন। তিনি ১৬ রান করে আউট হয়ে যাওয়ার পর ময়াঙ্ক আগারওয়ালও (Mayank Agarawal) একইভাবে ব্যাট করেছিলেন। তিনি ২৪ রান করেন। কিন্তু বিরাট শুধু সিঙ্গেল এবং ডাবল নিয়েই খেলছিলেন। এই কারণেই সমালোচনা হচ্ছে।

মন্থর ব্যাটিং বিরাটের

আরসিবি টিম ম্যানেজমেন্ট বিরাটকে ইনিংস গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল বলে মনে করছেন অনেকে। পাঞ্জাব কিংসের বোলাররা বিরাটকে টানা শর্ট বল এবং স্লো বল করেছিলেন। ১৫-তম ওভারে আজমাতুল্লাহ ওমরজাইয়ের (Azmatullah Omarzai) একটি শর্ট বলে আউট হন বিরাট। তিনি মাত্র তিনটি বাউন্ডারি মারেন। ৩৫ বলে ১২২.৮৬ স্ট্রাইক রেটে ৪৩ রান করেন বিরাট। তাঁর এই ব্যাটিং অনুরাগীদের হতাশ করেছে। বিরাটের ধীরগতির ব্যাটিং অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।

সোশ্যাল মিডিয়ায় বিরাটের তীব্র সমালোচনা

আরসিবি-র ইনিংস শেষ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় অনেকে বিরাটের মন্থর ব্যাটিংয়ের সমালোচনা করছেন। অনেকে ব্যঙ্গ করে বলছেন, টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং করেছেন বিরাট। আইপিএল ফাইনালে ৩৫ বল খেলার পরেও বড় স্কোর করতে না পারলে সমালোচনা হবেই। বিশেষ করে যেখানে বড় স্কোরের জন্য বিরাটের দিকে তাকিয়েছিল আরসিবি শিবির, সেখানে তিনি এই দায়িত্ব পালন করতে পারলেন না। আরসিবি-ও ২০০ রানের গণ্ডি স্পর্শ করতে পারল না। ফলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চাপে পড়ে গেল আরসিবি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।