Shubman Gill Penalised: চলতি আইপিএল-এ (IPL 2025) মন্থর ওভার-রেট সংক্রান্ত নিয়ম অত্যন্ত কড়া। একাধিক ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের জরিমানা হয়েছে। এবার গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিলেরও জরিমানা হল।
IPL 2025 Shubman Gill: শনিবার আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে গুজরাট টাইটানস (Gujarat Titans) জয় পেলেও, অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) মোটা অঙ্কের জরিমানা হল। মন্থর ওভার-রেটের জন্য তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এর আগে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়া-সহ (Hardik Pandya) একাধিক ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের জরিমানা হয়েছে। এবার শুবমানেরও জরিমানা হল। তাঁর দল চলতি আইপিএল-এ প্রথমবার মন্থর ওভার-রেট করল। এই কারণে আইপিএল আচরণবিধির ২.২২ ধারায় জরিমানা হল। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শুবমান গিলের দল চলতি আইপিএল-এ প্রথমবার এই নিয়ম লঙ্ঘন করল। এই কারণে তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হল।’
খারাপ পারফরম্যান্স শুবমানের
শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে গুজরাট টাইটানস। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২০৩ রান করে দিল্লি। জবাবে ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট। তবে দল জিতলেও, শুবমান ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ৫ বল খেলে ৭ রান করে রান আউট হয়ে যান। এরপর মন্থর ওভার-রেটের জন্য জরিমানা হল। ফলে দল সাফল্য পেলেও, ব্যক্তিগতভাবে স্বস্তিতে নেই শুবমান।
জস বাটলারের দাপটে জয় গুজরাটের
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসে যোগ দেওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জস বাটলার (Jos Buttler)। শনিবারও তিনি ভালো ব্যাটিং করেন। এই তারকা ব্যাটার ৫৪ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। গুজরাট শিবিরের আশা, চলতি আইপিএল-এর বাকি ম্যাচগুলিতেও বাটলারের ভালো ফর্ম অব্যাহত থাকবে। একইসঙ্গে শুবমানের বড় রান পাওয়া জরুরি। চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট। এই অবস্থান ধরে রাখাই শুবমানদের লক্ষ্য। তাঁরা দলের সব দুর্বলতা ঢেকে ফেলতে মরিয়া।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


