সংক্ষিপ্ত
IPL 2025 Shubman Gill: এবারের আইপিএল-এ দুর্দান্ত ব্যাটিং করছেন গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিল। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও অসাধারণ ব্যাটিং করলেন শুবমান।
IPL 2025 Record Shubman Gill: শনিবার আইপিএল-এ (IPL 2025) নতুন রেকর্ড গড়লেন গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। এদিন লখনউতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে (Lucknow Super Giants) ব্যাটিং ওপেন করতে নেমে ৩৮ বলে ৬০ রান করেন শুবমান। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। তাঁর স্ট্রাইক রেট ১৫৭.৮৯। এই ইনিংসের মাধ্যমেই নতুন রেকর্ড গড়লেন গুজরাটের অধিনায়ক। তিনি আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২,০০০ রান পূর্ণ করেছেন। প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শুবমান। ২০২২ সাল থেকে আইপিএল-এ খেলছে নতুূন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। শুরু থেকেই দলে আছেন শুবমান। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দল ছাড়ার পর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুবমান। তিনি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করছেন। নিজে যেমন ভালো ব্যাটিং করছেন, তেমনই দলকেও ভালোভাবে পরিচালনা করছেন।
ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স শুবমানের
২০২২ সালের আইপিএল থেকে এখনও পর্যন্ত গুজরাট টাইটানসের হয়ে ৫১ ম্যাচ খেলে ৪৪.৬০ গড়ে এবং ১৪৭.৮৯ স্ট্রাইক রেটে ২,০০০ রান করেছেন শুবমান। তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে চারটি শতরান এবং ১২টি অর্ধশতরান করেছেন। তাঁর সর্বাধিক স্কোর ১২৯। এবারের আইপিএল-এ ৬ ইনিংসে ৪১.৬০ গড়ে এবং ১৪৯.৬৪ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছেন শুবমান। তিনি দুই ইনিংসে অর্ধশতরান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৬১। ২০২৩ সালের আইপিএল-এ ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড়ে এবং ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ৮৯০ রান করেন এই তারকা ব্যাটার। তাঁর সর্বাধিক স্কোর ১২৯।
কেকেআর থেকে উত্থান শুবমানের
২০১৮ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলার সুযোগ পান শুবমান। তিনি কেকেআর-এর হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রথমবার নজর কেড়ে নেন। এরপর গুজরাটের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। আইপিএল-এ এখনও পর্যন্ত ১০৯ ম্যাচ খেলে ১০৬ ইনিংসে ৩,৪২৪ রান করেছেন শুবমান। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৮.০৪ এবং স্ট্রাইক রেট ১৩৬.৪৬। তিনি চারটি শতরান এবং ২২টি অর্ধশতরান করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।