IPL 2025 GT vs LSG: এবারের আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছে গিয়েছে গুজরাট টাইটানস (Gujarat Titans)। অন্যদিকে, প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।

IPL 2025 Gujarat Titans vs Lucknow Super Giants: চলতি আইপিএল-এ (IPL 2025) প্লে-অফে কোন চার দল খেলবে, তা ঠিক হয়ে গিয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট টাইটানস (Gujarat Titans)। ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছেন শুবমান গিলরা (Shubman Gill)। তাঁদের লিগ পর্যায়ে দুই ম্যাচ বাকি। এর মধ্যে বৃহস্পতিবার ১৩-তম ম্যাচে ঘরের মাঠ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানস। এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, জয় পেতে চাইছে গুজরাট শিবির। কারণ, শীর্ষস্থান ধরে রাখতে পারলে কোয়ালিফায়ার ১ খেলার সুযোগ পাওয়া যাবে। সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার পথ সহজতর হবে। অন্যদিকে, ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া লখনউ সান্ত্বনা জয় পাওয়ার লক্ষ্যে।

প্রথম একাদশে বদল আনবে গুজরাট টাইটানস?

এই ম্যাচে গুজরাট টাইটানসের প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম। জয়ের লক্ষ্যে পূর্ণশক্তির দল নিয়েই খেলতে চান শুবমানরা। এরপর লিগ পর্যায়ের শেষ ম্যাচে তাঁরা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলবেন। শীর্ষস্থান ধরে রাখতে হলে দুই ম্যাচেই জয় দরকার। এই কারণে কোনও ম্যাচকেই হাল্কাভাবে নিচ্ছে না গুজরাট শিবির। বৃহস্পতিবার প্রথম একাদশে থাকতে পারেন সাই সুদর্শন, শুবমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান, আর সাই কিশোর, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব হতে পারেন ইশান্ত শর্মা।

লখনউ সুুপার জায়ান্টস দলে বদল

স্পিনার দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) শৃঙ্খলাভঙ্গের জন্য নির্বাসিত হয়েছেন। ফলে বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশে বদল হতে চলেছে। দলে থাকতে পারেন- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (উইকেটকিপার ও অধিনায়ক), আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, আকাশ দীপ, শার্দুল ঠাকুর, আবেশ খান ও রবি বিষ্ণোই। ইমপ্যাক্ট সাব হতে পারেন প্রিন্স যাদব।

পিচ কেমন আচরণ করতে পারে?

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে দল প্রথমে ব্যাটিং করে, তারাই সাধারণত সুবিধা পায়। তবে চলতি মরসুমে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ২০৪ রান তাড়া করে জয় পেয়েছে গুজরাট টাইটানস। ফলে টস খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ভালো পারফরম্যান্সই আসল। এই পিচে স্পিনারদের চেয়ে পেসাররা বেশি প্রভাব ফেলতে পারেন। এদিন আমেদাবাদের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই প্রচণ্ড গরম। তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতে শিশিরও পড়তে পারে। ফলে যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।