সংক্ষিপ্ত
IPL 2025 GT vs MI: শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। দুই দলই দর্শকদের মনোরঞ্জন করল।
IPL 2025, Gujarat Titans vs Mumbai Indians: নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) সহজেই হারিয়ে চলতি আইপিএল-এ (IPL 2025) প্রথম জয় পেল গুজরাট টাইটানস (Gujarat Titans)। শনিবার দুর্দান্ত ম্যাচ হল। মুম্বই ইন্ডিয়ানস যথাসাধ্য লড়াই করল। কিন্তু যোগ্য দল হিসেবেই জয় পেল গুজরাট টাইটানস। ফের ব্যর্থ হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। লড়াই করলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তিলক ভার্মা (Tilak Varma)। কিন্তু নায়ক হয়ে গেলেন সাই সুদর্শন (Sai Sudharsan), শুবমান গিল (Shubman Gill) ও জস বাটলার (Jos Buttler)। প্রথম জয় পেয়ে উজ্জীবিত গুজরাট টাইটানস। অন্যদিকে, টানা দ্বিতীয় হারের ফলে মুম্বই ইন্ডিয়ানসের উপর চাপ বাড়ল।
৩৬ রানে জয় গুজরাটের
শনিবার পুরনো দলের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রান করে গুজরাট টাইটানস। ওপেনার সাই সুদর্শন ৪১ বলে ৬৩ রান করেন। অপর ওপেনার তথা অধিনায়ক শুবমান ২৭ বলে ৩৮ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২৪ বলে ৩৯ রান করেন বাটলার। মুম্বইয়ের হয়ে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করেই থেমে গেল মুম্বই। লড়াই করলেন শুধু তিলক (৩৬ বলে ৩৯) ও সূর্যকুমার (২৮ বলে ৪৮)। গুজরাটের হয়ে ২ উইকেট করে নেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
ফের ব্যর্থ রোহিত
অধিনায়কত্ব হারিয়ে এবার ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না রোহিত। শনিবার তিনি ৪ বলে ৮ রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার রায়ান রিকেলটন ৯ বলে ৬ রান করেন। ওপেনিং জুটি ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ফলে ঘুরে দাঁড়াতে হলে মুম্বই ইন্ডিয়ানসকে অনেক সমস্যার সমাধান করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।