সংক্ষিপ্ত
IPL 2025: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বৃহস্পতিবারের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদও (Sunrisers Hyderabad) ভালো জায়গায় নেই। ফলে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দুই দলেরই ঘুরে দাঁড়ানোর লড়াই।
IPL 2025, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) প্রথমে ব্যাটিং করতে হচ্ছে। তিনি জানিয়েছেন, টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতেন। তবে এই ম্যাচ শুরু হওয়ার আগে ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি রাহানে। তিনি জানিয়েছেন, পিচ দেখে খুশি হয়েছেন। পিচ থেকে কেকেআর সুবিধা পাবে কি না, তা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে কেকেআর শিবির খুশি।
কেকেআর-এর হয়ে কারা খেলছেন?
হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর-এর প্রথম একাদশে আছেন- কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, মইন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও রমনদীপ সিং। গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্পেনসার জনসন। তাঁর পরিবর্তে দলে এসেছেন মইন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কারা খেলছেন?
ইডেনে হায়দরাবাদের হয়ে খেলছেন- অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেইনরিক ক্লাসেন (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, সিমরজিৎ সিং, মহম্মদ শামি ও জিশান আনসারি।
ঘরের মাঠে ভালো বোলিংয়ের লক্ষ্যে শামি
রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলেন শামি। ফলে ইডেন তাঁর ঘরের মাঠ। এই মাঠে কেকেআর-এর বিরুদ্ধে ভালো বোলিং করতে তৈরি শামি। তিনি ইডেনের পিচের চরিত্র, এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডি কক, নারিন, রাহানেদের উপর চাপ তৈরি করতে মরিয়া শামি। তিনি পিচ থেকে সাহায্য পেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ফলে কেকেআর ব্যাটারদের সতর্ক থাকতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।