সংক্ষিপ্ত
Digvesh Rathi: এবারের আইপিএল-এ (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। কিন্তু একইসঙ্গে তিনি বেপরোয়া মনোভাবও দেখাচ্ছেন।
Digvesh Rathi notebook celebration: নিজেকে কি বিসিসিআই (BCCI) ও আইপিএল-এর (IPL 2025) ঊর্ধ্বে ভাবছেন লখনউ সুপার জায়ান্টসের (Lucnow Super Giants) স্পিনার দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)? আইপিএল-এ বেশিদিন খেলছেন না। সামান্য সাফল্য পেয়েছেন। তাতেই কি মাথা ঘুরে গিয়েছে? শৃঙ্খলা, নিয়ম মানবেন না বলে ঠিক করে নিয়েছেন! একবার জরিমানার পরেও সেই ভুল থেকে শিক্ষা নেননি। শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে বিতর্কিত 'নোটবুক সেলিব্রেশন'-এর জন্য ফের জরিমানা হল দিগ্বেশের। এর আগে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন প্রিয়াংশ আর্যকে আউট করার পর এই বিতর্কিত ঘটনা ঘটিয়েছিলেন দিগ্বেশ। তারপর তাঁর জরিমানা হয়েছিল। কিন্তু তারপরেও শুক্রবার ফের একই কাণ্ড করলেন এই স্পিনার। বারবার একই ঘটনা তাঁর শৃঙ্খলা ও পরিণত বোধ নিয়ে যেমন প্রশ্ন তুলছে, তেমনই লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের ভূমিকাও প্রশ্নের মুখে।
জরিমানা ও ডিমেরিট পয়েন্ট
শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের ইনিংসের নবম ওভারে নমন ধীরকে বোল্ড করে দেন দিগ্বেশ। এরপরেই তিনি 'নোটবুক সেলিব্রেশন' ঘটান। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস (Kesrick Williams) এই সেলিব্রেশনের জন্য পরিচিত। বিসিসিআই এই ধরনের আচরণের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে। নির্দিষ্ট নিয়মও রয়েছে। কিন্তু দিগ্বেশ নিজেকে সব নিয়মের ঊর্ধ্বে ভাবছেন। সেই কারণে বারবার নিয়ম লঙ্ঘন করে চলেছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রিয়াংশকে 'নোটবুক সেলিব্রেশন' করে মাঠ থেকে বিদায় জানানোর সময় সামান্য শরীরী সংস্পর্শের জন্য দিগ্বেশের ম্যাচ ফি-র ২৫% জরিমানা করা হয়েছিল এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ফের একই অপরাধ করার জন্য দিগ্বেশের ম্যাচ ফি-র ৫০% জরিমানা করা হয়েছে এবং দু'টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তিনি আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১-এর অপরাধ করেছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লখনউ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ রাঠিকে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচের সময় আইপিএল কোড অফ কন্ডাক্ট ভাঙার জন্য ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।’ বিসিসিআই আরও জানিয়েছে, ‘আইপিএল-এর এই মরসুমে আর্টিকেল ২.৫-এর অধীনে এটি তাঁর দ্বিতীয় লেভেল ১-এর অপরাধ। এর আগে ১ এপ্রিল, ২০২৫ তারিখে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এলএসজি-র ম্যাচেও তিনি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। তাই এখন তাঁর মোট তিনটি ডিমেরিট পয়েন্ট হল।’ আইপিএল-এর নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে, সেটি একটি সাসপেনশন পয়েন্টের সমান। অর্থাৎ, সেই খেলোয়াড়কে একটি ম্যাচে নির্বাসিত থাকতে হবে। ফলে দিগ্বেশকে সতর্ক থাকতে হবে।
ঋষভ পন্থেরও জরিমানা
শুক্রবারের ম্যাচের পর দিগ্বেশের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থেরও জরিমানা হয়েছে। তবে তা আপত্তিকর আচরণের জন্য নয়। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে মন্থর ওভার-রেটের জন্য ঋষভের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৬-তম ম্যাচে মন্থর ওভার-রেট বজায় রাখার জন্য লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের জরিমানা করা হয়েছে। আইপিএল কোড অফ কন্ডাক্টের আর্টিকেল ২.২২-এর অধীনে এটি তাঁর দলের প্রথম অপরাধ ছিল। এই কারণে ঋষভ পন্থের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’ ঋষভ চলতি আইপিএল-এ মন্থর ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়া তৃতীয় অধিনায়ক। এর আগে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রাজস্থান রয়্যালসের স্ট্যান্ড-ইন অধিনায়ক রিয়ান পরাগের জরিমানা করা হয়েছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।