সংক্ষিপ্ত

Jasprit Bumrah: প্রায় তিন মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর এখন ফিট হয়ে উঠেছেন মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি এবার আইপিএল-এ (IPL 2025) মাঠে নামতে তৈরি।

Jasprit Bumrah joins Mumbai Indians: সোমবার আইপিএল-এ (IPL 2025) ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচের আগে ভালো খবর, ফিট হয়ে উঠে দলে যোগ দিলেন তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই পেসার সোমবার খেলবেন কি না স্পষ্ট নয়য তবে তাঁর দলে যোগ দেওয়া মুম্বই ইন্ডিয়ানস শিবিরের পক্ষে ভালো খবর। এ বছরের জানুয়ারি থেকে পিঠের চোটের জন্য রিহ্যাবে ছিলেন বুমরা। বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে তাঁর রিহ্যাব চলছিল। শনিবার বিসিসিআই মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ার পর মুম্বই ইন্ডিয়ানস দলে যোগ দিয়েছেন বুমরা। এবার তাঁর ম্যাচ খেলতে নামার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুম্বই ইন্ডিয়ানসের ডিরেক্টর অফ ক্রিকেট মাহেলা জয়াবর্ধনে।

বুমরার ম্যাচ ফিটনেস পরীক্ষা

রিহ্যাব পরিকল্পনার অঙ্গ হিসেবে, বুমরার ফিটনেস পরীক্ষার জন্য অন্তত একটি বা দু'টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। বেঙ্গালুরুতে থাকাকালীন সেই ম্যাচগুলো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও বুমরার খেলতে নামার বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়ার আগে বুমরার ফিটনেস মূল্যায়ন করতে পারে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট। শনিবার জানা গিয়েছিল, সোমবারের ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ানস শিবিরে যোগ দিলেও, বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে খেলবেন না বুমরা। পরের ম্যাচে তিনি খেলতে পারেন। ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে, বুমরা তাঁর প্রত্যাবর্তন নিয়ে অতিরিক্ত সতর্ক ছিলেন। কারণ, জুনের ২৮ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজে ভারতীয় দলের অন্যতম ভরসা এই পেসার।

বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ানস শিবির

চলতি আইপিএল-এ ভালো ফল করতে পারছে না মুম্বই ইন্ডিয়ানস। চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। বুমরার অনুপস্থিতিতে SF ফ্র্যাঞ্চাইজি তরুণ পেসার সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর এবং অশ্বিনী আইপিএল-এ অভিষেকের সুযোগ দিয়েছে। ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। সেই সঙ্গে অধিনায়ক পান্ডিয়াও বল হাতে অবদান রাখছেন। ২০১৩ সালে অভিষেক হওয়ার পর থেকে বুমরা মুম্বই ইন্ডিয়ানসের প্রধান খেলোয়াড়। ১৩৩ ম্যাচে ১৬৫টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে তিনি শুধুমাত্র ২০২৩ সালে পিঠের অস্ত্রোপচারের কারণে আইপিএল খেলতে পারেননি। সর্বশেষ ৪ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের সময় তিনি চোট পান। এবার বুমরা দলে যোগ দেওয়ায় বোলিং আক্রমণের সমস্যা মিটে যাবে বলে আশায় মুম্বই ইন্ডিয়ানস শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।