সংক্ষিপ্ত

MI vs RCB: সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচের উত্তেজনা বাড়ছে।

Mahela Jayawardene on Jasprit Bumrah: সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিপক্ষে খেলতে নামছেন মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রবিবার এমনই জানালেন মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে। সোমবারের এই ম্যাচ বুমরাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, চলতি আইপিএল-এ (IPL 2025) এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস। এই পরিস্থিতিতে বুমরার দলে ফেরা দলের সবার মনোবল বাড়িয়ে দিচ্ছে। এই পেসারের চার ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুমরা যদি বিরাট কোহলিদের (Virat Kohli) ব্যাটিং লাইনআপে ধস নামাতে পারেন, তাহলে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাবে মুম্বই ইন্ডিয়ানস। সোমবারের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জয়বর্ধনে বলেছেন, ‘জসপ্রীত বুমরাকে সোমবারের ম্যাচে পাওয়া যাচ্ছে। ও স্কোয়াডে যোগ দিয়েছে। ও যেভাবে ফিটনেস ফিরে পেয়েছে, তাতে আমরা খুশি। ও আজ অনুশীলন করবে এবং আগামীকালের ম্যাচের জন্য তৈরি থাকবে।’

জানুয়ারি থেকে মাঠের বাইরে বুমরা

এ বছরের জানুয়ারিতে সিডনি টেস্টের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি বুমরা। তিনি সিডনি টেস্টের প্রথম ইনিংসে চোট পান। এই চোট এখন সেরে গিয়েছে। চোটের কারণে তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) থেকে ছিটকে যান। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি বিসিসিআই মেডিকেল স্টাফরা খুব সতর্কতার সঙ্গে দেখছেন।

বুমরা ফেরায় স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ানস শিবির

বুমরার অনুপস্থিতিতে মুম্বইয়ের বোলিং ইউনিটের ধার কমে গিয়েছিল। বেশ কয়েকজন তরুণ ভারতীয় পেসার পাওয়ার প্লে এবং ডেথ ওভারে প্রতিপক্ষের ব্যাটারদের আটকাতে ব্যর্থ হয়েছেন। মুম্বইয়ের প্রধান ফাস্ট বোলারের অন্তর্ভুক্তিতে দলের ভারসাম্য ও নিয়ন্ত্রণ পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে জয়বর্ধনে বলেছেন, ‘ওর উপস্থিতি দলে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসে। আমরা সবাই জানি চাপের পরিস্থিতিতে ও কী করতে সক্ষম।’ মুম্বই ইন্ডিয়ানস আশা করবে বুমরার প্রত্যাবর্তন তাদের খেলার মোড় ঘুরিয়ে দেবে। বোলিং বিভাগ দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারলে ব্যাটারদের কাজ সহজ হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।