IPL 2025 New Rules: এবারের আইপিএল-এ একাধিক নতুন নিয়ম দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল ব্যাটের আকার পরীক্ষা করা। আম্পায়াররা ব্যাট অনুমোদন করলে তবেই খেলতে নামতে পারছেন ক্রিকেটাররা।
IPL 2025 Bat Size Check: ব্যাটের ওজন আলাদা হতেই পারে। কেউ ভারী ব্যাট নিয়ে খেলেন, কেউ আবার তুলনায় হাল্কা ব্যাট নিয়ে ক্রিজে যান। কিন্তু যে ওজনের ব্যাটই হোক না কেন, বিসিসিআই (BCCI) যে নিয়ম চালু করেছে, তার ভিত্তিতেই ব্যাট তৈরি করতে হবে। নিয়মের বাইরে যাওয়া চলবে না। ব্যাটের ক্ষেত্রে নিয়ম না মানা হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ২২ গজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। প্রথমবার এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করছে বিসিসিআই। আম্পায়ারদের নির্দেশ দেওয়া হয়েছে, আইপিএল (IPL 2025) ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের ব্যাট পরীক্ষা করতে হবে। সব ব্যাটারকেই গজ টেস্টে উত্তীর্ণ হতে হবে। তাহলেই সেই ব্যাট নিয়ে খেলতে নামার অনুমতি পাওয়া যাবে। ফলে এবার আম্পায়ারদের দায়িত্ব বেড়ে গিয়েছে।
ব্যাটের আকার সংক্রান্ত নতুন নিয়ম কী?
বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, ব্যাটের ব্লেড চওড়ায় সর্বাধিক ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেন্টিমিটার হবে। ব্লেড ২.৬৪ ইঞ্চি বা ৬.৭ সেন্টিমিটারের বেশি মোটা হওয়া চলবে না। ব্যাটের কানা সর্বাধিক ১.৫৬ ইঞ্চি বা ৪ সেন্টিমিটার হবে। প্রতিটি ব্যাট গজ টেস্টে উত্তীর্ণ হতে হবে। তবেই সেই ব্যাট নিয়ে ২২ গজে যাওয়া যাবে। চলতি আইপিএল-এর প্রথম কয়েক সপ্তাহের মধ্যে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ওপেনার ফিলিপ সল্ট (Phil Salt), রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ক্যারিবিয়ান তারকা শিমরন হেটমায়ার-সহ (Shimron Hetmyer) কয়েকজন ক্রিকেটারের ব্যাট পরীক্ষা করেছেন আম্পায়াররা। সব ক্রিকেটারই নতুন নিয়মের কথা জানেন। তাঁরা সেই অনুযায়ী ব্যাট তৈরি করিয়েছেন। এখনও পর্যন্ত আম্পায়াররা পরীক্ষা করে কারও ব্যাটেই অসঙ্গতি পাননি। সব ব্যাটই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
কেন নতুন নিয়ম চালু করল বিসিসিআই?
অতীতে আম্পায়াররা ড্রেসিংরুমে ক্রিকেটারদের ব্যাট পরীক্ষা করতেন। কিন্তু ম্যাচ চলাকালীন ব্যাটের আকার পরীক্ষা করার নিয়ম ছিল না। কোনও ক্রিকেটার এক ব্যাট পরীক্ষা করিয়ে অন্য ব্যাট নিয়ে খেলতে নামছেন কি না, তা জানার উপায় ছিল না। এই কারণেই এবার ম্যাচ চলাকালীন ব্যাট পরীক্ষা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


