সংক্ষিপ্ত
IPL 2025: আইপিএল-এ কোনও দলকেই এগিয়ে বা পিছিয়ে রাখা যায় না। রবিবার ফের সেটা দেখা গেল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিল শেষের দিকে থাকা মুম্বই ইন্ডিয়ানস।
IPL 2025 Delhi Capitals vs Mumbai Indians: এবারের আইপিএল-এ (IPL 2025) প্রথম কোনও ম্যাচে হেরে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টানা চার ম্যাচ জেতার পর রবিবার নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) কাছে হেরে গেল অক্ষর প্যাটেলের (Axar Patel) দল। ১২ রানে জয় পেল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই ম্যাচের আগে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে ছিল মুম্বই। এদিন দ্বিতীয় জয় পেয়ে ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ানস। অন্যদিকে, অপরাজিত তকমা খোয়ানোর পাশাপাশি পয়েন্ট তালিকায় শীর্ষস্থানও হারাতে হল দিল্লিকে। পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল গুজরাট টাইটানস (Gujarat Titans)।
ফের ব্যর্থ রোহিত
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচেই ভালো ব্যাটিং করতে পারেননি। রবিবারও ১২ বলে ১৮ রান করেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁরা খারাপ সময় কাটছেই না। মুম্বইয়ের অপর ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) অবশ্য এদিনও ভালো ব্যাটিং করলেন। তিনি ২৫ বলে ৪১ রান করেন। ২৮ বলে ৪০ রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিলক ভার্মা (Tilak Varma) ৩৩ বলে ৫৯ রান করেন। ১৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন নমন ধীর (Naman Dhir)। ৫ উইকেটে ২০৫ রান করে মুম্বই ইন্ডিয়ানস। এই রানই জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণিত হল।
করুণ নায়ারের অসাধারণ ইনিংস
দিল্লি ক্যাপিটালসের হয়ে অসাধারণ লড়াই করেন অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ার (Karun Nair)। তিনি ৪০ বলে ৮৯ রান করেন। এই ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি এবং ৫টি ওভার-বাউন্ডারি। বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abishek Porel) ২৫ বলে ৩৩ রান করেন। কিন্তু দিল্লির অন্য ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৯ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।