- Home
- Sports
- Cricket
- IPL 2025: প্লে-অফের দৌড়ে কতটা সম্ভাবনা কেকেআর, মুম্বই, রাজস্থান, হায়দরাবাদ, চেন্নাইয়ের?
IPL 2025: প্লে-অফের দৌড়ে কতটা সম্ভাবনা কেকেআর, মুম্বই, রাজস্থান, হায়দরাবাদ, চেন্নাইয়ের?
IPL 2025 Play-off Chances: আইপিএল ২০২৫-এর ৭৪টি ম্যাচের মধ্যে ৩৯টি ম্যাচ হয়ে গিয়েছে। প্লে-অফে কোন দলগুলির যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি, সেটা নিয়েই এখন আলোচনা চলছে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কি প্লে-অফ খেলবে?

আইপিএল ২০২৫ শুরু হওয়ার পর এক মাস কেটে গিয়েছে, ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে
IPL 2025 Play-offs: আইপিএল ২০২৫-এর ১৮-তম আসর জমজমাটভাবে চলছে। অনেক অবিশ্বাস্য ঘটনা এই আসরে ঘটেছে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
আইপিএল ২০২৫-এ পয়েন্ট তালিকার শীর্ষে শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটানস
গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস পয়েন্ট তালিকায় উপরের দিকে আছে। ৩৯টি ম্যাচ শেষে গুজরাট টাইটানস ৬ ম্যাচ জিতে শীর্ষে আছে।
প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে কলকাতা নাইট রাইডার্সকে কত পয়েন্ট পেতে হবে?
প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে ১৪ ম্যাচে কমপক্ষে ১৬ পয়েন্ট দরকার। সর্বোচ্চ ২০ পয়েন্টও হতে পারে। গতবারও তাই হয়েছিল। ফলে সব ফ্র্যাঞ্চাইজিই সেই হিসেব করছে।
গুজরাট টাইটানস কার্যত আইপিএল ২০২৫-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে
আইপিএল ২০২৫ পয়েন্ট তালিকা:
গুজরাট টাইটানস (GT), দিল্লি ক্যাপিটালস (DC), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS) প্রথম চারে আছে।
রাজস্থান, হায়দরাবাদ ও সিএসকে-র প্লে-অফে খেলার সম্ভাবনা নেই বললেই চলে
রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসসের প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা ক্ষীণ। বাকি ম্যাচগুলিতে বড় ব্যবধানে জিততে হবে।
আইপিএল ২০২৫-এ লিগ পর্যায়ের বাকি ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে
গত বছর আরসিবি প্রথম ৯ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছিল। পরের ৫টিতে ম্যাচ জিতে প্লে-অফে গিয়েছিল। এবার সেই সুযোগ হায়দরাবাদ, রাজস্থান এবং চেন্নাইয়ের সামনে।
চলতি আইপিএল-এ যে দলগুলি ১০ পয়েন্ট করে পেয়েছে, তারাই প্লে-অফের দৌড়ে এগিয়ে
পয়েন্ট তালিকার অবস্থা
GT (৮ ম্যাচ, ১২ পয়েন্ট), DC (৭ ম্যাচ), RCB (৮ ম্যাচ), PBKS (৮ ম্যাচ) এবং LSG (৮ ম্যাচ)-এর ১০ পয়েন্ট করে।
চেন্নাই, হায়দরাবাদ ও রাজস্থান এখনও ৪ পয়েন্টে আটকে আছে, ফলে সম্ভাবনা ক্ষীণ
SRH, RR এবং CSK-এর কঠিন চ্যালেঞ্জ
SRH, RR এবং CSK-এর প্লে-অফে যাওয়া কঠিন। বাকি সব ম্যাচ জিতলেও নেট রান রেটের দিকে নজর রাখতে হবে।
কলকাতা নাইট রাইডার্সের পক্ষে এবার প্লে-অফের যোগ্যতা অর্জন করা কঠিন
MI এবং KKR-এর মধ্যে প্রতিযোগিতা
কলকাতা নাইট রাইডার্স ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। মুম্বই ইন্ডিয়ানস ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। ফলে চাপে পড়ে গিয়েছে কেকেআর।
প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস
প্রত্যাশা:
দিল্লি, পাঞ্জাব অথবা গুজরাটের ট্রফি জেতার সম্ভাবনা বেশি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে তারা।

