Glenn Maxwell Penalized: মঙ্গলবার আইপিএল (IPL 2025) ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে পাঞ্জাব কিংস (Punjab Kings) জয় পেলেও, কড়া শাস্তি পেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।
Glenn Maxwell IPL 2025 Code of Conduct Breach: মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে আইপিএল আচরণবিধি (IPL 2025 Code of Conduct) লঙ্ঘনের জন্য পাঞ্জাব কিংসের (Punjab Kings) অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইপিএল কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েল লেভেল ১-এর অপরাধ স্বীকার করেছেন। যার ফলে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে তা বাধ্যতামূলক। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল আচরণবিধির ২.২ ধারার অধীনে লেভেল ১-এর অপরাধ (ম্যাচের সময় ফিক্সচার ও সরঞ্জামের অপব্যবহার) স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।’
খারাপ সময় যাচ্ছে ম্যাক্সওয়েলের
এবারের আইপিএল-এর নিলামে পাঞ্জাব কিংস ৪.২ কোটি টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে দলে নেয়। পাঞ্জাব কিংস দলগতভাবে ভালো পারফরম্যান্স দেখালেও, ম্যাক্সওয়েল ভালো ব্যাটিং করতে পারছেন না। মঙ্গলবারও ভালো ব্যাটিং করতে পারেননি এই তারকা অলরাউন্ডার। ২ বল খেলে মাত্র ১ রান করেই রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ম্যাক্সওয়েল। এবারের আইপিএল-এ চারটি ম্যাচে তিনি মাত্র ৩১ রান করেছেন। তবে ব্যাট হাতে রান না পেলেও, ম্যাক্সওয়েল তাঁর অফ-স্পিন দিয়ে অবদান রেখেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই তারকা ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সবমিলিয়ে এবারের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে চারটি ম্যাচে তিনি তিনটি উইকেট নিয়েছেন।
প্রিয়াংশ আর্যর দাপটে জয় পাঞ্জাবের
মঙ্গলবার সিএসকে-র বিরুদ্ধে ১৮ রানে জয় পেয়েছে পাঞ্জাব। আইপিএল-এ প্রথম শতরান করেছেন তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তিনি ৩৯ বলে শতরান করেন। শশাঙ্ক সিং (Shashank Singh) ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। ৬ উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব। জবাবে ৫ উইকেটে ২০১ রান করে সিএসকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


