IPL 2025 PBKS vs LSG: এবারের আইপিএল-এর শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। রবিবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছেন শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)।

IPL 2025 Punjab Kings vs Lucknow Super Giants: এবারের আইপিএল-এ বেশ কয়েকটি ম্যাচে বিশাল স্কোর হয়েছে। রবিবার জোড়া ম্যাচেও বিশাল স্কোর হল। প্রথমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচে দুই দলই ২০০-এর বেশি রান করার পর এবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছে গেল পাঞ্জাব কিংস (Punjab Kings)। নির্ধারিত ২০ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৫ উইকেটে ২৩৬। অল্পের জন্য শতরান হারালেন ওপেনার প্রভসিমরন সিং। তিনি ৪৮ বলে ৯১ রানের বিস্ফোরক ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারি। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২৫ বলে ৪৫ রান করেন। তিনি ৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং (Shashank Singh)। তিনি চারটি বাউন্ডারি এবং একটি ওভার-বাউন্ডারি মারেন। জশ ইনগ্লিস (Josh Inglis) ১৪ বলে ৩০ রান করেন। ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। ৯ বলে ১৬ রান করেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। ভালো ব্যাটিং করতে পারেননি ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তিনি ৪ বল খেলে ১ রান করেন।

লখনউয়ের বোলারদের দুরবস্থা

লখনউয়ের বোলারদের মধ্যে আকাশ মহারাজ সিং (Akash Maharaj Singh) ছাড়া সবাই প্রচুর রান দিয়েছেন। আকাশ ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। ময়াঙ্ক যাদব (Mayank Yadav) ৪ ওভার বোলিং করে ৬০ রান দেন। ৪ ওভার বোলিং করে ৫৭ রান দেন আবেশ খান (Avesh Khan)। ৪ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে ২ উইকেট নেন দিগ্বেশ সিং রাঠি (Digvesh Rathi)। ৪ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন প্রিন্স যাদব (Prince Yadav)।

ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রভসিমরনের

এই দুর্দান্ত ইনিংস খেলার পর প্রভসিমরন বলেছেন, ‘আমি শুরুটা ভালোভাবে করেছি। গত ইনিংসের পর আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। আমি ইনিংসের শুরুতে সুযোগ পাই। সেই সুযোগ কাজে লাগাতে পেরেছি। আমার নির্দিষ্ট কোনও রণকৌশল ছিল না। আমি সব বল দেখে সেই বলের ধরন অনুযায়ী শট খেলি। আমার উপর ভরসা রাখা এবং আমাকে সাহায্য করার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয়েছে, পাওয়ার-প্লে-র পর একটু বেশি সময় নিয়েছি। কেউ সেট হয়ে গেলে, ৩০-৩৫ রান করে ফেললে, তারপর বড় স্কোর করা উচিত। এটা ভালো যে কখনও কখনও শ্রেয়াস ভালো শুরু করার পর বড় স্কোর করছে। আবার কোনও কোনও দিন আমি বড় স্কোর করছি। প্রিয়াংশও বড় স্কোর করছে। আমরা সত্যিই ভালো স্কোর করেছি। আমাদের ভালো জায়গায় বোলিং করতে হবে এবং ম্যাচ জিততে হবে।’

ক্যাচ ফস্কানোর খেসারত দিল লখনউ

এদিন প্রভসিমরন যখন ২১ রানে ব্যাটিং করছিলেন, তখন তাঁর ক্যাচ ফস্কান নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। এই ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হল লখনউকে। এবারের আইপিএল-এ রবিবারের আগে পর্যন্ত স্পিনারদের বোলিং ভালোভাবে সামাল দিতে পারছিলেন না শ্রেয়াস। তবে লখনউয়ের বিরুদ্ধে ভালোভাবেই স্পিন বোলিং সামাল দিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। শশাঙ্ক, নেহাল, স্টোইনিসও ভালো ব্যাটিং করলেন। দলগত প্রচেষ্টাতেই বিশাল স্কোর করল পাঞ্জাব কিংস।

প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্যে পাঞ্জাব

চলতি আইপিএল-এ রবিবারের আগে পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে পাঞ্জাব কিংস। লখনউকে হারালে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন শ্রেয়াসরা। অন্যদিকে, প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পথে লখনউ সুপার জায়ান্টস। ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সপ্তম স্থানে সঞ্জীব গোয়েঙ্কার দল। পাঞ্জাব কিংসের কাছে হেরে গেলে লখনউ সুপার জায়ান্টসের প্লে-অফে যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।