সংক্ষিপ্ত
IPL 2025, RR vs CSK: রবিবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে দুর্দান্ত লড়াই চলছে।
IPL 2025, Rajasthan Royals vs Chennai Super Kings: রবিবার কি চলতি আইপিএল-এ (IPL 2025) প্রথম জয় পাবে রাজস্থান রয়্যালস? (Rajasthan Royals) সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছেন অভিজ্ঞ ব্যাটার নীতীশ রানা (Nitish Rana)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন অধিনায়ক। তিনি এখন রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ৩ বল খেলে ৪ রান করে আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান নীতীশ। তিনি ইনিংসের হাল ধরেন। ১০টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন নীতীশ। তাঁর জন্যই লড়াই করার মতো স্কোর করতে পারল রাজস্থান।
চেন্নাই সুপার কিংসের টার্গেট ১৮৩
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগল না। প্রথমে ব্যাটিং করতে নেমে রান করল রাজস্থান। নীতীশের ৮১ রানের পাশাপাশি লড়াই করলেন অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। ঘরের মাঠে ২৮ বলে ৩৭ রান করেন তিনি। সঞ্জু স্যামসন (Sanju Samson) করেন ২০ রান। শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) করেন ১৯ রান। ৯ উইকেটে ১৮৩ রান করল রাজস্থান।
ফের ভালো বোলিং নূর আহমেদের
এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন চেন্নাই সুপার কিংসের বিস্ময়-স্পিনার নূর আহমেদ (Noor Ahmad)। রবিবার রাজস্থানের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন নূর। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন খলিল আহমেদ (Khaleel Ahmed)। ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)। ২ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ভালো বোলিং করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ৪ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন এই অভিজ্ঞ অফস্পিনার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।