Mumbai Indians: পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে বিপরীত অবস্থায় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস।

IPL 2025 Rajasthan Royals vs Mumbai Indians: আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১০০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২১৭ রান করে মুম্বই। জবাবে ১৬.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে গেল রাজস্থান। একসময় মনে হচ্ছিল রিয়ান পরাগরা (Riyan Parag) ১০০ রানের কমেই অলআউট হয়ে যাবেন। মুম্বই বিশাল স্কোর করার পরেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাজস্থান এদিন কোনও বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না। বোলারদের পর ব্যাটাররাও ডোবালেন। অন্যদিকে, সব বিভাগেই ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পেল মুম্বই। ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রাজস্থান।

দাপট দেখিয়ে জয় মুম্বইয়ের

এদিন টসে জেতা ছাড়া আর কোনও কিছুই রাজস্থানের পক্ষে যায়নি। সারা ম্যাচে মুম্বইয়ের দাপট দেখা গেল। ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) ও রোহিত শর্মা (Rohit Sharma) অসাধারণ ইনিংস খেলেন। রিকেলটন ৩৮ বলে ৬১ রান করেন। তিনি ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার-বাউন্ডারি মারেন। রোহিত ৩৬ বলে ৫৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। মুম্বইয়ের ওপেনিং জুটিতে যোগ হয় ১১৬ রান। রাজস্থানের সব ব্যাটার মিলে এর চেয়ে মাত্র এক রান বেশি করেন। মুম্বইয়ের অধিনায়ক হার্দিক ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। তারকা ব্যাটার সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন।

চূড়ান্ত ব্যর্থতা রাজস্থানের

বিশাল টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপ চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তারকা পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) ছাড়া কেউই লড়াই করতে পারলেন না। আর্চার ৩০ রান করেন। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ৬ বলে ১৩ রান করেন। পরাগ ৮ বলে ১৬ রান করেন। ধ্রুব জুলের (Dhruv Jurel) করেন ১১ রান। শুভম দুবে (Shubham Dubey) ৯ বলে ১১ রান করেন। অন্য় কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। গত ম্যাচে শতরান করা বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। নীতীশ রানা (Nitish Rana) করেন ৯ রান। প্রথম বলেই আউট হয়ে যান শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। মাহিশ থিকসানা (Maheesh Theekshana) করেন ২ রান। কুমার কার্তিকেয় (Kumar Kartikeya) করেন ২ রান। ৪ রান করে অপরাজিত থাকেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)।

অলরাউন্ড পারফরম্যান্স হার্দিকের

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ও সাফল্য পান হার্দিক। এই অলরাউন্ডার ১ ওভার বোলিং করে ২ রান দিয়ে ১ উইকেট নেন। ২ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন দীপক চাহার (Deepak Chahar)। ২.১ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। ৪ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন করণ শর্মা (Karn Sharma)।

টানা ৬ ম্যাচে জয় মুম্বইয়ের

চলতি আইপিএল-এর শুরুতে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিল না মুম্বই। তবে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে টানা ৬ ম্যাচে জয় পেলেন হার্দিকরা। ২০০৮ ও ২০১৭ সালের আইপিএল-এর পর এবারও টানা ৬ ম্যাচে জয় পেল মুম্বই। আইপিএল-এর ইতিহাসে প্রথমে ব্যাটিং করে ১৭ বার ২০০-এর বেশি রান করে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে মুম্বই। অন্য কোনও দলের এই রেকর্ড নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।