IPL 2025 SRH vs KKR: এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। রবিবার শেষ ম্যাচ খেলতে নামছে এই দুই দল।
IPL 2025 Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: কয়েক সপ্তাহ আগে হলেও বলা যেত সুপার সানডে। কিন্তু রবিবার সন্ধেবেলা আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। এই ম্যাচ নিয়ে কোনও তাপ-উত্তাপ নেই। পয়েন্ট তালিকায় সাত নম্বরে কেকেআর এবং আট নম্বরে হায়দরাবাদ। গতবার ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। এবারও এই দুই দল খাতায়-কলমে অত্যন্ত শক্তিশালী ছিল। কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা গেল না। রবিবারের ম্যাচের আগে পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে কেকেআর। অন্যদিকে, ১৩ ম্যাচ খেলে ১১ পয়েন্ট পেয়েছে হায়দরাবাদ। দুই দলই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। রবিবার শেষ ম্যাচ জিতে কিছুটা সম্মান নিয়ে এবারের আইপিএল শেষ করাই দুই শিবিরের লক্ষ্য।
হায়দরাবাদের বিরুদ্ধে দাপট কলকাতার
২০১৩ সালের আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াই চলছে। এখনও পর্যন্ত এই দুই দলের মধ্যে ২৯টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ১৯ ম্যাচে জয় পেয়েছে কেকেআর। ২০২০ সালে এই দুই দলের একটি ম্যাচ টাই হয়। নিরপেক্ষ মাঠে তিনবারের লড়াইয়ে একবারও কেকেআর-এর বিরুদ্ধে জয় পায়নি হায়দরাবাদ। রবিবারের ম্যাচও হতে চলেছে নিরপেক্ষ মাঠে। তাছাড়া হায়দরাবাদের বিরুদ্ধে গত পাঁচ ম্যাচে জয় পেয়েছে কেকেআর। ফলে রবিবার এগিয়ে থেকেই খেলতে নামছে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে কারা থাকতে পারেন?
এদিন রভম্যান পাওয়েল (Rovman Powell) ও মইন আলিকে (Moeen Ali) পাচ্ছে না কেকেআর। পাওয়েলের পরিবর্ত হিসেবে শিবম শুক্লাকে (Shivam Shukla) দলে নিয়েছে কেকেআর। তবে শিবম হয়তো খেলার সুযোগ পাবেন না। ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) হাতের চোট সেরে গিয়েছে। ফলে তিনি প্রথম একাদশে ফিরতে পারেন। এদিন কেকেআর-এর হয়ে খেলতে পারেন- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে বা ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী ও অ্যানরিক নর্খিয়ে। ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন হর্ষিত রানা।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে কারা থাকতে পারেন?
গত ম্যাচ জেতার পর প্রথম একাদশে বদল না-ও করতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার খেলতে পারেন- অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ঈশান কিষান (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, হেইনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট ও এশান মালিঙ্গা।
আবহাওয়া ও পিচ কেমন?
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের (Arun Jaitley Stadium) পিচ ব্যাটারদের সহায়ক হতে পারে। চলতি আইপিএল-এ ৬ ম্যাচে গড়ে ১৯৫ রান হয়েছে। এদিন দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


