সংক্ষিপ্ত

Travis Head-Abhishek Sharma: চলতি আইপিএল-এ (IPL 2025) অন্যতম সেরা ওপেনিং জুটি সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। শনিবার ফের এই জুটির বিস্ফোরক ব্যাটিং দেখা গেল।

IPL 2025 Sunrisers Hyderabad vs Punjab Kings: ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতে জয়! অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু শনিবার বাস্তবে সেটাই দেখা গেল। আইপিএল-এর (IPL 2025) ম্যাচে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৮ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) পাল্টা বিস্ফোরক ব্যাটিং করলেন ট্রেভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুই ওপেনারের অসামান্য ব্যাটিংয়ের সুবাদেই সহজ জয় পেল হায়দরাবাদ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৪৫ রান করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল পাঞ্জাব কিংস। কিন্তু যাবতীয় হিসেব বদলে দিলেন হেড ও অভিষেক। চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় পেয়ে ১০ নম্বর থেকে ৮ নম্বরে উঠে এল হায়দরাবাদ। এদিন হেরে ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল পাঞ্জাব।

আইপিএল-এ নতুন নজির হায়দরাবাদের

শনিবার আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয় পেল হায়দরাবাদ। ৪০ বলে শতরান করেন অভিষেক। তিনি আইপিএল-এর কোনও ম্যাচে তৃতীয় সর্বাধিক স্কোরের রেকর্ড গড়লেন। ৫৫ বলে ১৪১ রান করে আউট হন অভিষেক। তিনি ১৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার-বাউন্ডারি মারেন। হেড ৩৭ বলে ৬৬ রান করেন। তিনি ৯টি বাউন্ডারি এবং ৩টি ওভার-বাউন্ডারি মারেন।

বিফলে শ্রেয়াসের অসাধারণ ইনিংস

এদিন পাঞ্জাবের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক শ্রেয়াস। তিনি ৩৬ বলে ৮২ রান করেন। শ্রেয়াসের ইনিংসে ছিল ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ১৩ বলে ৩৬ রান করেন ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। অপর ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ২৩ বলে ৪২ রান করেন। ১১ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) করেন ২৭ রান। ৪ ওভারে ৭৫ রান দেন মহম্মদ শামি (Mohammed Shami)। যা আইপিএল-এর ইতিহাসে কোনও ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।