সংক্ষিপ্ত
Ishan Kishan Century: রবিবার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফের আলোচনায় ভারতীয় ক্রিকেটের ব্যাড বয় হিসেবে পরিচিত হয়ে ওঠা ঈশান কিষান। তিনি রবিবার সানরাইজার্স হায়দরাবাদের জয়ের নায়ক।
Ishan Kishan: বিতর্ক, সমালোচনা দূরে সরিয়ে রেখে রবিবার আইপিএল ২০২৫-এর (IPL 2025) শুরুটা দুর্দান্তভাবে করলেন ঈশান কিষান (Ishan Kishan)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিং করলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) তারকা ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই দুর্দান্ত শতরান করলেন ঈশান। এরই সঙ্গে তাঁর ব্যাট থেকে আইপিএল ২০২৫-এর প্রথম শতরানও এল। এর আগে আইপিএল-এ গুজরাট লায়নস ও মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন ঈশান। কিন্তু তিনি শতরান করতে পারেননি। এবার সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দিয়ে প্রথম ইনিংসেই বাজিমাত করলেন। ৪৫ বলে শতরান করে ঈশানের আনন্দ উদযাপন সবার নজর কেড়ে নেয়। তবে তার আগে তিনি অর্ধশতরান করার পরেই ফ্র্যাঞ্চাইজির কর্ণধার কাব্য মারানের (Kavya Maran) উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঈশানের শতরানের পাশাপাশি ফ্লাইং কিস নিয়েও আলোচনা শুরু হয়েছে।
ঈশানের অসাধারণ প্রত্যাবর্তন
গতবারের আইপিএল-এর পর ঈশানকে ছেড়ে দেয় মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। শৃঙ্খলাজনিত কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েন ঈশান। তিনি প্রতিভাবান ক্রিকেটার হওয়া সত্ত্বেও শৃঙ্খলার অভাবে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) মতোই হারিয়ে যেতে চলেছেন কি না, সেই আলোচনা শুরু হয়ে যায়। তবে রবিবার সব আলোচনা থামিয়ে দিলেন ঈশান। তিনি জোফ্রা আর্চারের বলে ওভার-বাউন্ডারি মেরে অর্ধশতরান পূরণ করেন। এরপরেই ফ্লাইং কিস ছুড়ে দেন ঈশান।
২৫ বলে অর্ধশতরান ঈশানের
রবিবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ঈশান। তিনি ২৫ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তিনি ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। তাঁর দল ৬ উইকেটে ২৮৬ রান করে। মাত্র এক রানের জন্য আইপিএল-এ নিজেদেরই গড়া সর্বাধিক রানের রেকর্ড স্পর্শ করতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। তবে ঈশান এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আইপিএল-এ প্রথম দল হিসেবে ৩০০ রান করার রেকর্ড গড়তে পারে তাঁর দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।