সংক্ষিপ্ত

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেললেও, সেই সিরিজকে কোনওরকম গুরুত্ব দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে অখুশি পাকিস্তানের কোচ জেসন গিলেসপি।

নিজের দেশের ক্রিকেট বোর্ডের কার্যকলাপে অখুশি অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপি। এই প্রাক্তন ক্রিকেটার এখন সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের অন্তর্বর্তী কোচের দায়িত্বে আছেন। তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজে ২-১ জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজকে কোনওরকম গুরুত্ব দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। কয়েকদিন পরেই শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে যাঁরা খেলবেন, তাঁদের পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজের দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে অস্ট্রেলিয়া। এই সিরিজ নিয়ে প্রচারও করা হচ্ছে না। এই ঘটনায় খুশি নন গিলেসপি। তিনি বলেছেন, 'আমাদের ওয়ান-ডে সিরিজ নিয়ে আমি কোনওরকম প্রচার দেখিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিরিজ নিয়ে কোনওরকম প্রচার করছে না। আমি এই ঘটনায় কিছুটা অবাক হয়েছি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত।'

অস্ট্রেলিয়াকে হারিয়ে খুশি গিলেসপি

গ্যারি কার্স্টেন পদত্যাগ করার পর সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন গিলেসপি। তাঁর প্রথম সিরিজেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল পাকিস্তান। কোচ হিসেবে এই সাফল্য পেয়ে খুশি গিলেসপি। এই প্রাক্তন পেসার বলেছেন, ‘এই সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের গলদ প্রকট করকে দিয়েছে আমাদের বোলিং বিভাগ। আমি নিশ্চিত, অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভুল সংশোধন করার চেষ্টা করবে এবং উন্নতি করার চেষ্টা করবে। ভালো দল এবং ভালো খেলোয়াড়রা সেটাই করে। ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি হতে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়ে ভালো লাগছে।’

২২ নভেম্বর শুরু বর্ডার-গাভাসকর ট্রফি

১৮ নভেম্বর অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। তারপর ২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া এখন এই সিরিজ নিয়ে যাবতীয় পরিকল্পনা করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বিরাট-রোহিতকে নিয়ে ওর ভাবার দরকার নেই,' রিকি পন্টিংকে তোপ গৌতম গম্ভীরের

পারথ টেস্ট ম্যাচে রোহিত শর্মা না খেললে ভারতের ওপেনার কে? জানিয়ে দিলেন গৌতম গম্ভীর

বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি, সতীর্থদের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন বিরাট