KKR vs CSK Live Updates: চিপকে মুখ থুবড়ে পড়ল সিএসকে। দুরন্ত বোলিং কলকাতার (KKR vs CSK)।

KKR vs CSK Live Updates: আইপিএল-এর (IPL 2025 ) হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার সন্ধ্যায়, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (Kolkata Knight Riders vs Chennai Super Kings)।

Scroll to load tweet…

সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে কার্যত বেকায়দায় চেন্নাই। বলা চলে, সিএসকে-র ব্যাটিং লাইন-আপ পুরোপুরি বিপর্যস্ত। নির্ধারিত ২০ ওভারে, উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুললেন ধোনিরা (IPL 2025 live score)। 

এদিন টসে জিতে বোলিং নেয় কলকাতা। আর তার ফল মিলল একেবারে হাতেনাতে। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে সিএসকে। রাচিন রবীন্দ্র ফিরে যান মাত্র ৪ রানে। ডেভন কনওয়ের অবস্থাও একই। তাঁর সংগ্রহে মাত্র ১২ রান। আর এই দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে চেন্নাই ব্যাটিং লাইন-আপ। বিজয় শঙ্করের ঝুলিতে ২৯ রান এবং শিবম দুবে কিছুটা লড়াই করে ৩১ রান করেন (KKR vs CSK Live score)। 

তাছাড়া রবিচন্দ্রন অশ্বিন ১ রান করেন। জাদেজা এবং দীপক হুডা কার্যত, খালি হাতে ফেরেন। এই ম্যাচ থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু ধোনি করলেন মাত্র ১ রান। ফলে, তাঁর ক্যাপ্টেন্সির শুরুটা খুব একটা ভালো হল না। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, কেকেআর বোলিং-এর সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। রীতিমতো মুখ থুবড়ে পড়েছেন তারা। বিধ্বংসী বোলিং দিয়ে বাজিমাৎ করল নাইটরা (KKR vs CSK live update)।

এদিন বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন সুনীল নারিন। একাই নেন ৩টি উইকেট। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট পেয়েছেন মইন আলি এবং বৈভব আরোরা। আর কলকাতার এই দুর্দান্ত বোলিং-এর বাস্তবে কিছুই করার ছিল না সিএসকে-র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।