LSG vs RCB Live Updates: আইপিএল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। মুখোমুখি লখনউ বনাম বেঙ্গালুরু (LSG vs RCB 2025)।
LSG vs RCB Live Updates: আইপিএল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায়, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru)।
সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিল বেঙ্গালুরু
ইতিমধ্যেই বেঙ্গালুরু প্লে-অফে পৌঁছে গেছে এবং অন্যদিকে লখনউ আগেই বিদায় নিয়ে নিয়েছে প্লে-অফের লড়াই থেকে (lsg vs rcb 2025)। কিন্তু আরসিবি-র জন্য অন্য একটি দিক দিয়ে ম্যাচটি তাৎপর্যপূর্ণ হয়ে যেতে পারে (LSG vs RCB 2025)।
কারণ, এই মুহূর্তে আইপিএল পয়েন্টস টেবিলে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু আছে তিন নম্বরে (rcb vs lsg 2025)। যদি আজকের ম্যাচে তারা জয় পায়, তাহলে ১৯ পয়েন্ট নিয়ে কোহলিরা পৌঁছে যেতে পারেন দুই নম্বরে। যা প্লে-অফের লড়াইতে তাদের বাড়তি সুবিধা দিতে পারে। ফলে, এদিনের ম্যাচে অবশ্যই জয়ের জন্য ঝাঁপাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2025 points table)।
এই ম্যাচটি আরও একটি দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। কারণ, বিরাট কোহলি আর মাত্র ২৪ রান দূরে দাঁড়িয়ে আছেন। সেই ২৪ রান করতে পারলেই কোনও একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে একজন ক্রিকেটার হিসেবে সর্বাধিক ৯০০০ রান করার মাইল্স্টোন স্পর্শ করবেন তিনি।
দুটি দলের প্রথম একাদশে কারা আছেন?
লখনউ সুপার জায়ান্টসঃ মিচেল মার্শ, ম্যাথিউ ব্রিটজকে, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকুপার-অধিনায়ক), আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগবেশ সিং রাঠি, আবেশ খান, উইলিয়াম ওউরকে
ইমপ্যাক্ট সাবঃ আকাশ মহারাজ সিং, প্রিন্স যাদব, রবি বিষ্ণোই, আরশিন কুলকার্নি, যুবরাজ চৌধুরী
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটকুপার-অধিনায়ক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, নুয়ান থুশারা, সুয়শ শর্মা
ইমপ্যাক্ট সাবঃ রজত পাতিদার, রাসিখ সালাম, মনোজ ভান্ডাগে, টিম সেইফার্ট, স্বপ্নিল সিং
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

