LSG vs RR Live Updates: জয়পুর দেখল ক্রিকেটের মহারণ। মুখোমুখি হয়েছিল লখনউ বনাম রাজস্থান (LSG vs RR)।

LSG vs RR Live Updates: আইপিএল-এর মঞ্চে (IPL 2025) শনিবার সন্ধ্যায়, হাইভোল্টেজ ম্যাচে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস (Lucknow Super Giants vs Rajasthan Royals)।

Scroll to load tweet…

সেই ম্যাচেই কার্যত, ব্যাট হাতে দাপট দেখালেন যশস্বী জয়সওয়াল। কিন্তু দিনের শেষে জিততে পারল না রাজস্থান। বরং, নাটকীয় জয় ছিনিয়ে নিল লখনউ। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা (IPL 2025 Live Score)।

Scroll to load tweet…

আর ব্যাট করতে নেমেই বেকায়দায় পড়ে সুপার জায়ান্টসরা। মিচেল মার্শ প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৪ রানে। কিন্তু হাল ধরেন এইডেন মার্করাম। তিনি খেলেন ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে নিকোলাস পুরান খুব একটা সুবিধা করতে পারলেন না এদিন। করলেন মাত্র ১১ রান (LSG vs RR 2025 Live Score)। 

অধিনায়ক পন্থ আবার ব্যর্থ, সংগ্রহে মাত্র ৩ রান। কিন্তু জ্বলে উঠলেন তরুণ ব্যাটার আয়ূষ বাদোনি এবং উপহার দিলেন ৩৪ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস। শেষদিকে নেমে আবদুল সামাদ ১০ বলে ৩০ রান করে দলকে আরও ভালো জায়গায় পৌঁছে দিলেন। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ। 

অন্যদিকে, রাজস্থানের হয়ে ২টি উইকেটে পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে এবং সন্দীপ শর্মা (LSG vs RR Live Update)। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে রয়্যালসরা। যশস্বী জয়সওয়াল অনবদ্য ব্যাটিং করেন এদিন এবং খেলেন ৫২ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত করেন বৈভব সূর্যবংশী। তাঁর সংগ্রহে ২০ বলে ৩৪ রান। 

তবে নীতিশ রানা করেন মাত্র ৮ রান। কিন্তু অধিনায়ক রিয়ান পরাগ বেশ ভালো খেলেন এবং করেন ৩৯ রান। তবে ধ্রুভ জুরেল এবং শিমরন হেটমেয়ার আশানুরূপ খেলা খেলতে পারেননি একদমই। তারা আরেকটু দায়িত্ব নিয়ে খেললে হয়ত ম্যাচ বের করে নিতে পারত রাজস্থান। 

কারণ, তারা জয়ের অনেকটাই কাছে পৌঁছে গেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। তবে এদিন লখনউয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন আবেশ খান, একাই নেন ৩টি উইকেট (IPL 2025 Points Table)।

শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ তুলতে সক্ষম হয় রাজস্থান। কার্যত, শেষ ওভারটি টানটান উত্তেজনার হয় এই ম্যাচে। বাস্তবেই রুদ্ধশ্বাস ম্যাচ। লখনউ সুপার জায়ান্টস জয়ী ২ রানে এবং ম্যাচের সেরা আবেশ খান (Avesh Khan)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।