LSG vs RR Probable First XI: জয়পুরে জিতবে কে? মুখোমুখি হচ্ছে লখনউ বনাম রাজস্থান (LSG vs RR)।
LSG vs RR Probable First XI: আরও একটি হাইভোল্টেজ শনিবার। আইপিএল-এর মঞ্চে (IPL 2025) এদিন সন্ধ্যায়, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস (Lucknow Super Giants vs Rajasthan Royals)।
নিঃসন্দেহে দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে মেগা ক্রিকেট যুদ্ধ। আর সবথেকে বড় বিষয়, গত ম্যাচে আবার ঘরের মাঠে পরাজিত হয়েছে লখনউ। ফলে, এই ম্যাচে তাদের একটা ফিরে আসার লড়াই থাকবে। তাই শনিবার, একাধিক তারকার দিকে নজর রাখতেই হবে (IPL 2025 Live Score)।
বিশেষ করে মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, আবেশ খান, রবি বিষ্ণোই এবং দিগবেশ সিং রাঠির দিকে তো চোখ রাখতেই হচ্ছে। তবে তবে দলের অধিনায়ক ঋষভ পন্থের ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। কারণ, তিনি গোটা আইপিএল-এর অন্যতম দামি ক্রিকেটার (LSG vs RR 2025 Dream 11 Prediction)।
অপরদিকে, রাজস্থানও শেষ ম্যাচে হেরেছে। গত ম্যাচে দিল্লীর বিরুদ্ধে সুপার ওভারে পরাজিত হন নীতিশ রানারা (LSG vs RR 2025 Live Score)। কিন্তু সেই দল কার্যত, তারকায় ঠাসা। ফলে, পাল্টা আঘাত করার জন্য তারা তৈরি। সেক্ষেত্রে এদিনের ম্যাচে চোখ থাকবে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতিশ রানা, শিমরন হেটমেয়ার, ধ্রুভ জুরেল, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকশানার দিকেও (LSG vs RR Live Update)।
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (LSG vs RR 2025 Probable First XI)?
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য প্রথম একাদশঃ এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার-ব্যাটার), আয়ূষ বাদোনি, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, দিগবেশ সিং রাঠি, আকাশ দীপ, আবেশ খান
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), নীতিশ রানা, রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল, শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


