Rishabh Pant: রবিবার ম্যাঞ্চেস্টারে (Manchester) ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিন। এদিন ম্যাচ বাঁচানোর লড়াই ভারতীয় দলের। সহ-অধিনায়ক ঋষভ পন্থ ব্যাটিং করতে পারবেন কি না, সে বিষয়ে জল্পনা চলছে।
Rishabh Pant Injury: রবিবার ম্যাঞ্চেস্টার (Manchester) টেস্টের পঞ্চম তথা শেষ দিন কি ভাঙা পা নিয়ে ব্যাটিং করতে পারবেন ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ? (Rishabh Pant) প্রথম ইনিংসে পায়ে চোট নিয়েই ৭৫ বল খেলে ৫৪ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর এই লড়াই ক্রিকেট দুনিয়ার কুর্ণিশ আদায় করে নিয়েছে। শনিবার ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৭৪। ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৭ রানে পিছিয়ে ভারতীয় দল। ফলে রবিবার ম্যাচের শেষ দিন লড়াই বাকি। এই লড়াইয়ে ভারতীয় দলের হয়তো ঋষভকে হয়তো দরকার হবে। কিন্তু চোট নিয়েই কি ফের ব্যাটিং করতে পারবেন ভারতীয় দলের সহ-অধিনায়ক? এ বিষয়ে জল্পনা চলছে। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, ‘ঋষভ পন্থ ব্যাটিং করবে।’
ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের
ম্যাঞ্চেস্টারে ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছে ভারতীয় দল। শনিবার ম্যাচের চতুর্থ দিনের শেষে ২১০ বল খেলে ৮৭ রান করে অপরাজিত ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল (KL Rahul)। ১৬৭ বল খেলে ৭৮ রান করে অপরাজিত ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। ঋষভ ছাড়া ভারতীয় দলের প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে টিকে আছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), শার্দুল ঠাকুরও (Shardul Thakur) ব্যাটিং করতে পারেন। তবে বিদেশের মাটিতে ঋষভের যে পারফরম্যান্স, তাতে তাঁর উপরেই বেশি ভরসা করছে ভারতীয় শিবির। ভাঙা পা নিয়েও সহ-অধিনায়ক যদি ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে এই সিরিজে টিকে থাকতে পারে ভারতীয় দল।
পঞ্চম টেস্টে নেই ঋষভ
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল রির্ভাস সুইপ করতে গিয়ে ডান পায়ে চোট পান ঋষভ। পরীক্ষা করে জানা গিয়েছে, তাঁর মেটাটারসাল ভেঙে গিয়েছে। এই উইকেটকিপার-ব্যাটারকে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে দলের প্রয়োজনে ফের ব্যাটিং করতে নামেন ঋষভ। তাঁর লড়াই সবার শ্রদ্ধা আদায় করে নিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


