England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে পিছিয়ে ভারতীয় দল। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচেও চাপে পড়ে গিয়েছে ভারতের বোলিং লাইনআপ। ফলে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো কঠিন হয়ে পড়েছে।

England vs India Manchester Test: ওল্ড ট্র্যাফোর্ডে দাপট দেখালেন ইংল্যান্ড ক্রিকেট দলের দুই পুরনো যোদ্ধা জো রুট (Joe Root) ও বেন স্টোকস (Ben Stokes)। তাঁদের দাপটে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫০০ রান পেরিয়ে গেল ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ভারতীয় দল করেছে ৩৫৮ রান। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এগিয়ে চলেছে ইংল্যান্ড। অধিনায়ক স্টোকস ১১৬ বলে ৬৬ রান করার পর পায়ের পেশিতে টান ধরায় ড্রেসিংরুমে ফিরে যান। তবে ১৫০ রান পেরিয়ে যান রুট। তিনি টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। চলতি সিরিজেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের কোনও বোলারই তাঁকে চাপে ফেলতে পারছিলেন না। শেষপর্যন্ত ২৪৮ বলে ১৫০ রান করার পর রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বলে স্টাম্প আউট হয়ে যান রুট। এই উইকেট ভারতীয় দলের জন্য অত্যন্ত মূল্যবান।

ঘুরে দাঁড়াতে পারবে ভারতীয় দল?

ওল্ড ট্র্যাফোর্ডে চলতি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের দুই ওপেনার জাক ক্রলি (Zak Crawley) ও বেন ডাকেট (Ben Duckett) ১৬৬ রান যোগ করায় শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। ক্রলি ১১৩ বলে ৮৪ এবং ডাকেট ১০০ বলে ৯৪ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে অলি পোপ (Ollie Pope) ১২৮ বলে ৭১ রান করেন। এরপর ১৫০ রান করেন রুট। তবে বড় রান পাননি হ্যারি ব্রুক (Harry Brook)। তিনি ১২ বল খেলে ৩ রান করে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) বলে স্টাম্প আউট হয়ে যান। স্টোকস চোট পেয়ে মাঠ ছাড়ার পর ব্যাটিং করতে নেমে দ্রুত আউট হয়ে যান উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ (Jamie Smith)। তিনি ১৯ বল খেলে ৯ রান করে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) শিকার হন। এবার ইংল্যান্ডকে যত দ্রুত সম্ভব অলআউট করে দেওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

লিড বাড়াচ্ছে ইংল্যান্ড

প্রথম ইনিংসে ইতিমধ্যেই ভারতের চেয়ে ১৬০-এর বেশি লিড নিয়েছে ইংল্যান্ড। ফলে এই ম্যাচে টিকে থাকতে হলে ভারতের ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।