Ashes Series: গ্লেন ম্যাকগ্রা বলছেন, তিনি খুব কমই ভবিষ্যদ্বাণী করে থাকেন। তবে অ্যাসেজের ব্যাপারে এবার একটা ভবিষ্যদ্বাণী করতে পারেন প্রাক্তন এই অস্ট্রেলিয়ান তারকা। অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে অ্যাসেজ সিরিজ জিতবে বলে দাবি তাঁর।
Ashes Series: আসছে অ্যাসেজ সিরিজ। গ্লেন ম্যাকগ্রা বলছেন, তিনি খুব কমই ভবিষ্যদ্বাণী করে থাকেন। তবে অ্যাসেজের ব্যাপারে এবার একটা ভবিষ্যদ্বাণী করতে পারেন প্রাক্তন এই অস্ট্রেলিয়ান তারকা। অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে অ্যাসেজ সিরিজ জিতবে বলে দাবি তাঁর।
ম্যাকগ্রাএই বছরের শেষে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ সিরিজের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। প্রাক্তন এই অস্ট্রেলিয়ান বোলিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা বলেছেন, অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড একটি টেস্টেও জিতলে তা অবাক করার মতো বিষয় হবে। বিবিসি রেডিওকে তিনি এই কথাই জানিয়েছেন। চলতি বছরের ২১ নভেম্বর, অস্ট্রেলিয়ার পার্থে পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে।
ঠিক কী বলছেন গ্লেন ম্যাকগ্রা?
তাঁর কথায়, “আমি খুব কমই ভবিষ্যদ্বাণী করে থাকই। তবে অ্যাসেজের বিষয়ে এবার একটা ভবিষ্যদ্বাণী করতেই পারি। অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে অ্যাসেজ সিরিজ জিতবে বলে আমার ধারণা। কারণ, অস্ট্রেলিয়ান দল সম্পর্কে আমার খুব আত্মবিশ্বাস রয়েছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথান লায়ন, সবাই হোম সিরিজে দুর্দান্ত পারফর্ম করবে বলে আমি নিশ্চিত। তাছাড়া অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের রেকর্ডও দেখলে বোঝা যায় যে, অস্ট্রেলিয়া ৫-০ তেই সিরিজ জিতবে। একটি টেস্টেও যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে তা অবাক করার মতো বিষয় হবে।"
ইংল্যান্ডের টপ অর্ডার এবং মিডল অর্ডারের সঙ্গে অস্ট্রেলিয়ান বোলারদের লড়াইটিই সিরিজের মূল আকর্ষণ হতে চলেছে বল মত তাঁর। জো রুটের জন্যও এই সিরিজটি গুরুত্বপূর্ণ হবে বলে ম্যাকগ্রা মনে করেন। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে জো রুট এখনও কোনও সেঞ্চুরি করতে পারেননি। এখনও পর্যন্ত, ৮৯ রানই হল অস্ট্রেলিয়ার মাটিতে রুটের করা সর্বোচ্চ স্কোর। গত চার বছর ধরে, জো রুট দুর্দান্ত ফর্মে রয়েছেন। হ্যারি ব্রুক এবং বেন ডাকেট হলেন ইংল্যান্ড দলের আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এমনটাই মনে করছেন বলে ম্যাকগ্রা।
পরিসংখ্যান কী বলছে?
এদিকে ২০১৫ সালের পর থেকে ইংল্যান্ড একবারও অ্যাসেজ সিরিজ জিততে পারেনি। গত ২০০২-২০০৩ সালের পর থেকে অস্ট্রেলিয়াতে অ্যাসেজ সিরিজ খেলতে এসে একবার ছাড়া প্রতিবারই ৫-০ অথবা ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। ২০১০-২০১১ সালে, একবারই কিন্তু অস্ট্রেলিয়াতে ৩-১ এ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। নিজেদের মাঠে সর্বশেষ ১৫টি টেস্টের মধ্যে ১১টিতে জিতেছে অস্ট্রেলিয়া, ২ টিতে হেরেছে এবং ২ টি ড্র হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

