MI vs DC Live Updates: নিঃসন্দেহে আইপিএল-এর লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি মুম্বই বনাম দিল্লী (MI vs DC 2025)। 

MI vs DC Live Updates: আইপিএল-এর (IPL 2025) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। কারণ, মুম্বই এবং দিল্লীর সামনে রয়েছে প্লে-অফে যাওয়ার হাতছানি (IPL Playoff 2025)। আর বুধবার সন্ধ্যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals)। 

সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিল দিল্লী ক্যাপিটালস

Scroll to load tweet…

প্রসঙ্গত, তিনটি দল ইতিমধ্যেই প্লে-অফের লড়াইয়ের জন্য চূড়ান্ত হয়ে গেছে। পাঞ্জাব, গুজরাত এবং বেঙ্গালুরু। আর মাত্র একটি জায়গার জন্যই চলছে তুল্যমূল্য লড়াই। আর সেখানে দাবিদার হিসেবে রয়েছে মুম্বই এবং দিল্লী, দুই দলই। ফলে, বুধবারের ম্যাচটি একাধিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ (MI vs DC 2025 Dream 11 prediction)। 

যে দল এদিন জিতবে, তারাই জায়গা পাকা করে নেবে প্লে-অফে। আর যে দল হারবে, তারা কার্যত লড়াই থেকেই ছিটকে যাবে। এই মুহূর্তে আইপিএল-এর পয়েন্টস টেবিলে ৪ নম্বরে আছে মুম্বই এবং ৫ নম্বরে রয়েছে দিল্লী (IPL 2025 points table)। 

Scroll to load tweet…

এমতাবস্থায়, নিজেদের গত ম্যাচে জয় পেয়েছে মুম্বই। স্বাভাবিকভাবেই, সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে তারা এদিনও জয় পেতে চাইবে। অপরদিকে, নিজেদের শেষ ম্যাচে হারলেও ডু অর ডাই এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দিতে প্রস্তুত দিল্লীও (MI vs DC live update)। 

ফলে, এদিনের ম্যাচে অবশ্যই মুম্বইয়ের রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট এবং যশপ্রীত বুমরার দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে, দিল্লীর হয়ে বুধবার পার্থক্য গড়ে দিতে পারেন ফ্যাফ ডু প্লেসিস, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব এবং দুশমান্থা চামিরা। 

এদিকে গত দুদিন ধরে অসুস্থ থাকার কারণে, দিল্লীর হয়ে এদিন মাঠে নামতে পারছেন না দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁর বদলে এদিন হার্দিকের সঙ্গে টস করতে আসেন ফ্যাফ ডু প্লেসিস। তিনিই এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন। 

Scroll to load tweet…

দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন?

মুম্বই ইন্ডিয়ান্সঃ রায়ান রিকেলটন (উইকেটকিপার), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা

ইমপ্যাক্ট সাবঃ কর্ণ শর্মা, করবিন বশ, রাজ বাওয়া, অশ্বিনী কুমার, সত্যনারায়ণ রাজু

দিল্লী ক্যাপিটালসঃ ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মাধব তিওয়ারি, কুলদীপ যাদব, দুশমান্থা চামিরা, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার

ইমপ্যাক্ট সাবঃ কেএল রাহুল, সেদিকুল্লাহ অটল, করুণ নায়ার, ত্রিপুরানা বিজয়, মনবন্ত কুমার এল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।