সংক্ষিপ্ত

MI vs DC Probable First XI: রাজধানীতে দুরন্ত ক্রিকেটের অপেক্ষা। খেলতে নামছে মুম্বই এবং দিল্লী (MI vs DC)। 

MI vs DC Probable First XI: আইপিএল-এর (IPL 2025) সুপার সানডে। রবিবার, মেগা ক্রিকেট লিগের (IPL 2025 Live ) মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals)।

 

 

উল্লেখ্য, নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে মুম্বই (MI)। সবথেকে বড় বিষয়, চলতি প্রতিযোগিতায় খুবই খারাপ পারফরম্যান্স তাদের এবং লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছেন হার্দিকরা। তবুও দলটার নাম যেহেতু মুম্বই ইন্ডিয়ান্স, তাই নজর রাখতেই হচ্ছে একাধিক তারকার দিকে (IPL 2025 points table)। 

 

 

সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, রায়ান রিকেলটন, তিলক ভার্মা, অধিনায়ক হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, অশ্বিনী কুমার, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্টের দিকে অবশ্যই চোখ থাকবে। তবে রোহিতের ফর্মে ফিরে আসাটা ভীষণই দরকার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা (IPL 2025 Match Schedule)। এমনকি, তিনি প্রথম একাদশে নিয়মিত সুযোগও পাচ্ছেন না। কিন্তু ভালো খবর এটাই যে, দলে ফিরেছেন নির্ভরযোগ্য বোলার যশপ্রীত বুমরা (MI vs DC 2025 Dream 11 prediction)। 

অন্যদিকে, চলতি আইপিএল-এ দিল্লী (DC) বেশ ভালো খেলছে। গত ম্যাচে তারা জয়ও পেয়েছে (MI vs DC live update)। এদিনের ম্যাচে তাই ম্যাকগার্ক, কেএল রাহুল, অধিনায়ক অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদবের দিকে নজর রাখতেই হচ্ছে (MI vs DC 2025 Live score)।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে (MI vs DC 2025 probable First XI)?

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা, রায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক),নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা

ইমপ্যাক্ট সাবঃ ভিগনেশ পুথুর

দিল্লী ক্যাপিটলসের সম্ভাব্য প্রথম একাদশ: ফ্যাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার

ইমপ্যাক্ট সাবঃ মোহিত শর্মা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।