IPL 2025: আসন্ন আইপিএল-কে (IPL 2025) ঘিরে একাধিক নিষেধাজ্ঞা। মূলত, এই প্রতিযোগিতায় কিছু পণ্যের বিজ্ঞাপনের (Advertisements) উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে, খুব স্বাভাবিকভাবেই প্রভাবিত হতে পারে মুনাফার বিষয়টিও।
IPL 2025: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একাধিক নিষেধাজ্ঞা চাপানো হল আইপিএল-এর (IPL 2025) উপর। মেগা এই টি-২০ ক্রিকেট (T-20 Cricket) প্রতিযোগিতায় উল্লিখিত নির্দেশিকাগুলিকে কঠোরভাবে মেনে চলার কথা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইকে (BCCI)।
মূলত, এই প্রতিযোগিতায় কিছু পণ্যের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে, খুব স্বাভাবিকভাবেই প্রভাবিত হতে পারে মুনাফার বিষয়টিও। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক একটি চিঠি দিয়েছে আইপিএল চেয়ারম্যান অরুণ সিংহ ধুমল এবং বিসিসিআইকে (BCCI)। সেখানে বলা হয়েছে, তামাকজাত এবং অ্যালকোহলজাত পণ্যের সমস্ত বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে আইপিএলে। শুধু তাই নয়, এই দুই ধরনের জিনিসের সঙ্গে সম্পর্কিত অন্যান্য পণ্যের বিজ্ঞাপনও নিষিদ্ধ করার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল তাঁর চিঠিতে লিখেছেন, খেলার মাঠ এবং আইপিএল সংক্রান্ত সমস্ত অনুষ্ঠানেই এই ধরনের পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে। এমনকি, ধারাভাষ্যকাররাও এইরকম কোনও পণ্যের প্রচার করতে পারবেন না। উক্ত নির্দেশিকায় বলা হয়েছে যে, স্টেডিয়াম এবং সংলগ্ন যে সমস্ত স্থানে আইপিএলের খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়, সেইসব স্থানে ও টেলিভিশন সম্প্রচারে সারোগেট বিজ্ঞাপন সহ সমস্ত ধরনের তামাক এবং অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে (Indian Premier League 2025)।
সেইসঙ্গে, যে সব প্রাক্তন খেলোয়াড় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক এবং অ্যালকোহলের সঙ্গে যুক্ত পণ্যগুলির প্রচারে যুক্ত আছেন, তাদের দ্রুত নিরুৎসাহিত করতে হবে বিষয়গুলি থেকে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, দেশের যুবসমাজের একটা বড় অংশই হল ক্রিকেটপ্রেমী। তাদের অনেকে আবার ক্রিকেটারদের জীবনযাপন অনুসরণ করারও চেষ্টা করে থাকেন। খেলার মাঠ তাই সামাজিক বার্তা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তাই সেখানে এমন কিছু হওয়া উচিত নয়, যা দেশের যুবসমাজের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রভাব তৈরি করতে পারে। কারণ, গোটা দেশে বছরে প্রায় ১৪ লক্ষ মানুষের মৃত্যু হয় তামাকের জন্য। এক্ষেত্রে ভারত এখন বিশ্বে দ্বিতীয় স্থানে। তাছাড়া অ্যালকোহলের জন্যও প্রতি বছর বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং অনেকের মৃত্যুও হয়। তামাক এবং অ্যালকোহলজাত পণ্যের ব্যবহারের জেরে ক্যানসার, ফুসফুসের বিভিন্ন রোগ, মধুমেহ এবং উচ্চ রক্তচাপের মতো নানান রোগ শরীরে দেখা যায়। এই বিষয়গুলিকে মাথায় রেখেই এবার একাধিক নিষেধাজ্ঞা জারি করা হল আইপিএলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
